Sony Xperia 1 VI: দুর্ধর্ষ ক্যামেরা দিয়ে ফোন লঞ্চ করছে সনি, DSLR লেভেলের ছবি উঠবে!
বিগত কয়েকমাস ধরেই জল্পনা চলছে যে সনি তাদের ক্যামেরার জন্য বিখ্যাত Xperia সিরিজের অধীনে Sony Xperia 1 VI নামে একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। গত বছর ফোনটির বিষয়ে প্রথম জানা গেলেও, তারপর আর কোনও তথ্য সেভাবে উঠে আসেনি। তবে গুঞ্জন বাড়িয়ে এখন Sony Xperia 1 VI-এর একাধিক ফিচার্স অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।
Sony Xperia 1 VI-এর মার্কেটিং ছবি থেকে ফিচার্স ফাঁস
ইনসাইডার সোনি নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে একটি ইমেজ শেয়ার করা হয়েছে, যা সনি এক্সপেরিয়া ১ ভিআই-এর বলে মনে হচ্ছে। এটি প্রকাশ করেছে যে, ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। তিনটি ক্যামেরাতেই ৪৮ মেগাপিক্সেলের সেন্সর থাকবে, যা পূর্বসূরি এক্সপেরিয়া ১ ভি-এর প্রাইমারি লেন্সে থাকা একই এক্সমোর টি (Exmor T) প্রযুক্তি ব্যবহার করবে। এই প্রযুক্তি ক্যামেরায় আলো গ্রহনের ক্ষেত্রে উন্নতি এবং কম নয়েজের প্রতিশ্রুতি দেয়। মনে করা হচ্ছে যে আসন্ন সনি এক্সপেরিয়া ১ ভিআই-এর তিনটি সেন্সরই এই বৈশিষ্ট্যটি অফার করবে।
এছাড়া, দ্রুত এবং আরও সুনির্দিষ্ট ফোকাস করার জন্য মেইন লেন্সটি এফ/১.৪ অ্যাপারচার, ২x অপটিক্যাল জুম এবং ডুয়েল-পিডি অটো ফোকাস সাপোর্ট সহ আসবে। এটি ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ ১,০৮০ পিক্সেলের ভিডিও রেকর্ডিং অফার করবে বলেও জানা গেছে। পাশাপাশি, আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ১৪-১৮ মিলিমিটার ফোকাল লেন্থ থাকবে, যা প্রশস্ত দৃশ্য ক্যাপচার করার জন্য নিখুঁত এবং অন-চিপ অটোফোকাস সহ আসবে। এছাড়া, টেলিফোটো লেন্সটি ৬x জুম অফার করবে ও ৪৮ মেগাপিক্সেলের সেন্সরের সাথে ডিটেইলস যুক্ত ফটো ক্যাপচার করবে। তবে, ৬x জুম সম্ভবত সেন্সর ক্রপিংয়ের মাধ্যমে পাওয়া যেতে পারে, কারণ নেটিভ অপটিক্যাল জুম মাত্র ৩x পর্যন্ত পৌঁছাবে।
যদিও, Sony Xperia 1 VI-এর অন্যান্য স্পেসিফিকেশন এখনও অজানা, তবে গত সেপ্টেম্বরে সূত্র মারফৎ জানা যায় যে, আগামী ২৮ ফেব্রুয়ারি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) প্রযুক্তি সম্মেলনে এই ফোনটির ওপর থেকে পর্দা সরাতে পারে সনি। তবে, আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলা সনির এমডাব্লিউসি ইভেন্টের একটি ইমেজও সামনে এসেছে, ফলে হ্যান্ডসেটটি ওইদিনও লঞ্চ হতে পারে।