চারটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে Tecno, ক্যামেরা-ব্যাটারি সবদিক থেকেই হবে সেরা

Update: 2024-05-16 05:32 GMT

Tecno Camon 30 সিরিজটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে প্রথম প্রদর্শন করা হয়েছিল। আর এখন, ব্র্যান্ডটি এই লেটেস্ট মিড-রেঞ্জ ডিভাইসগুলি শীঘ্রই ভারতের মতো বিশ্ব বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে৷ আসন্ন সিরিজটিতে Tecno Camon 30,Tecno Camon 30 5G,Tecno Camon 30 Pro এবং Tecno Camon 30 Premier - এই চারটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। আসুন এই সবকটি ফোনের প্রত্যাশিত স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেওয়া যাক।

১. Tecno Camon 30 Premier

টেকনো ক্যামন ৩০ প্রিমিয়ার আসন্ন সিরিজের চারটি ডিভাইসের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মডেল। এতে লম্বা ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১.৫কে রেজোলিউশন (১,২৬৪ x ২,৭৮০ পিক্সেল) এবং ১৪৪ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। অফিসিয়াল ঘোষণা অনুসারে, এই মডেলটি এমনকি ১২ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সম্প্রসারণ সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, টেকনো ক্যামন ৩০ প্রিমিয়ার ফোনে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি এই ডিভাইসটি ব্যবহার করা হবে, যা ৭০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ এটি একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং একটি আইআর ব্লাস্টার সহ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম ভিত্তিক হাইওএস ১৪ (HiOS 14) কাস্টম স্কিনে চলবে৷ ক্যামরা সেগমেন্টে, টেকনো ক্যামন ৩০ প্রিমিয়ার ফোনে প্রাইমারি, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং পেরিস্কোপ টেলিফোটো লেন্স হিসাবে তিনটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। প্রাইমারি রিয়ার সেন্সরটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-এর পাশাপাশি একটি ডেডিকেটেড আইএসপি (ISP) এবং টেকনোর পোলার এস ইমেজিং সিস্টেম অফার করে। অন্যদিকে, ফোনের সামনে ডুয়াল ফ্ল্যাশ সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর দেখা যাবে, যা অটোফোকাস অফার করে।

২. Tecno Camon 30 Pro

Tecno Camon 30 Pro এবং Premier স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটা একই রকম। প্রো মডেলটি কিছু দিকে পিছিয়ে রয়েছে। এই ফোনের ডিসপ্লেটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) প্যানেল রয়েছে, তবে এতে এলটিপিও (LTPO) সাপোর্ট নেই৷ স্ক্রিনটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন (১,০৮০ x ২,৪৩৬ পিক্সেল) অফার করবে। এতে MediaTek ডিমেন্সিটি 8200 আল্ট্রা চিপসেটটি রয়েছে, যা মাত্র ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ অফার করে।

Tecno Camon 30 Pro ফোনের ব্যাটারির ক্ষমতা, চার্জিং স্পিড এবং অন্যান্য ছোটখাটো বৈশিষ্ট্যগুলি প্রিমিয়ার মডেলের অনুরূপ। তবে ফটোগ্রাফি বিভাগে একটি বড় পার্থক্য রয়েছে। প্রাইমারি এবং আল্ট্রা ওয়াইড অপরিবর্তিত থাকলেও, এর টেলিফোটো লেন্সটি একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দিয়ে রিপ্লেস করা হবে। তবে, এতে অটোফোকাস এবং ফ্ল্যাশ সহ ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

৩. Tecno Camon 30 5G

Tecno Camon 30 5G এই তিনটি 5G মিড রেঞ্জের ফোনের মধ্যে আরও সাশ্রয়ী বিকল্প হিসাবে গত ফেব্রুয়ারিতে লঞ্চ করা হয়েছিল। এটি Camon 30 প্রো ফোনের মতো লম্বা ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে অফার করে, তবে এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিভাইসটি MediaTek Dimensity 7020 প্রসেসরে চলে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে, যা ৭০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

সেলফির জন্য, এই ফোনে অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ সহ একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ফোনটির পিছনের অংশে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এআই (AI) লেন্স বিদ্যমান। এতে অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইওএস ১৪ (HiOS 14) সফ্টওয়্যার ভার্সন, একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, একটি আইআর (IR) ব্লাস্টার এবং গ্লাস ও লেদার ব্যাক ভ্যারিয়েন্ট রয়েছে।

৪. Tecno Camon 30

এন্ট্রি লেভেলের Tecno Camon 30 হল সিরিজের একমাত্র 4G স্মার্টফোন। এতে MediaTek Helio G99 Ultimate প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। চিপটি কমপক্ষে ৮ জিবি র‍্যামের সাথে যুক্ত হবে বলে জানা গেছে, যা ১২ জিবি পর্যন্ত পৌঁছতে পারে। এতে ২৫৬ জিবি স্টোরেজ মিলবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও, এতে নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্ট মিলবে, যা Camon 30 সিরিজের অন্যান্য মডেলে এড়িয়ে যাওয়া হয়েছে। এগুলি ছাড়া, Tecno Camon 30 ডিসপ্লে, ক্যামেরা, ওএস এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে Tecno Camon 30 5G-এর মতোই হবে।

Tags:    

Similar News