Samsung-এর দিন শেষ! Tecno-র নতুন ফ্লিপ ফোল্ডেবল ফোনের ডিজাইনে মুগ্ধ হয়ে যাবেন
নতুন ট্রেন্ডে গা ভাসিয়ে গত ফেব্রুয়ারিতে জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড টেকনো (Tecno) বুক-স্টাইলের Phantom V Fold স্মার্টফোনটির সাথে ফোল্ডেবল ডিভাইসের বাজারে প্রবেশ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে ব্র্যান্ডটি নতুন Phantom V Flip মডেলটি তাদের ফোল্ডেবল লাইনআপে যুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এর লঞ্চের আগেই এখন Phantom V Flip-এর ডিজাইনটি অনলাইনে ফাঁস হয়েছে। আসুন তাহলে জেনে নেওয়া যায় টেকনোর আসন্ন ক্ল্যামশেল ডিজাইনের ফোনটিকে কেমন দেখতে হতে চলছে।
ফাঁস হল Tecno Phantom V Flip-এর ডিজাইন
টেকগোইং-এর নতুন রিপোর্ট অনুযায়ী, ভপমার্ট (নামের এক ই-কমার্স সাইটে টেকনোর আসন্ন ক্ল্যামশেল ফোল্ডিং ফোন, ফ্যান্টম ভি ফ্লিপ-কে দেখা গেছে। যদিও এর আগেই ফোনটির ডিজাইন একটি প্রোটেকটিভ কেসের রেন্ডারের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল। এখন, চীনা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রোটেকটিভ কভারের বিভিন্ন চিত্র সামনে এসেছে। কেসটি প্রকাশ করে যে, ফ্যান্টম ভি ফ্লিপের রিয়ার প্যানেলে বড় বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে। এই মডিউলটিতে একটি এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ উল্লেখযোগ্যভাবে, এটি একই কেস রেন্ডার, যা চলতি সপ্তাহের শুরুতে ফাঁস হয়েছিল।
যেহেতু, টেকনোর আসন্ন হ্যান্ডসেটটিকে একটি ফ্লিপ ফোনের মতো ফোল্ড করা যায়, তাই এর ডিজাইন অনেকটাই বাজারে বিদ্যমান স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ এবং ওপ্পো ফাইন্ড এন৩ মডেলের মতো। তবে কেস রেন্ডারগুলি থেকে জানা গেছে যে, টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ-এ একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ক্যামেরা মডিউলের মধ্যে বৃত্তাকার কভার স্ক্রিন অবস্থান করবে। স্পেসিফিকেশন সম্পর্কে বললে, ডিভাইসটিতে বড় ৬.৭৫ ইঞ্চির নমনীয় অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করেবে।
ফটোগ্রাফির জন্য, Tecno Phantom V Flip-এর ক্যামেরা মডিউলটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত থাকবে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য, একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। আর Phantom V Flip-এর রিয়ার প্যানেলে দ্রুত অ্যাক্সেসের জন্য থাকা ছোট কভার স্ক্রিনটি ৪৬৬ x ৪৬৬ রেজোলিউশন অফার করবে। এছাড়াও, Phantom V Flip-এ MediaTek Dimensity 8050 প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি প্যাক, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং, ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।