ভারতে লঞ্চের আগে Tecno Phantom X2 এর দাম লিক হয়ে গেল, শুনলে কিনতে ইচ্ছা করবে
টেকনো (Tecno) সম্প্রতি দুবাইতে তাদের Phantom X2 সিরিজের অধীনে দুটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছে - Tecno Phantom X2 এবং Phantom X2 Pro। সম্প্রতি টেকনোর তরফে এও জানানো হয়েছে যে, ভারতের বাজারেও Phantom X2 মডেলটি লঞ্চ করতে চলেছে তারা। যা আগামী ৯ জানুয়ারি থেকে অ্যামাজনে বিক্রি করা হবে। জানুয়ারিতে অনুষ্ঠিত লঞ্চ ইভেন্টে ফোনটির দাম-সহ বিস্তারিত তথ্য প্রকাশ হবে।
তার আগেই এখন Phantom X2-এর দাম ফাঁস হয়েছে। যা দেখে বলা যায়, এটি দুবাইয়ের তুলনায় অর্ধেক মূল্যে ভারতে পাওয়া যাবে। আসুন তাহলে ভারতে আসন্ন Tecno Phantom X2 5G-এর ফাঁস হওয়া দাম, স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্যগুলি দেখে নেওয়া যাক।
Tecno Phantom X2 গ্লোবাল মার্কেটের তুলনায় প্রায় অর্ধেক দামে পাওয়া যাবে ভারতের বাজারে
টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ভারতে আগামী ২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে। আর ৯ জানুয়ারি থেকে অ্যামাজনের মাধ্যমে বিক্রি করা হবে। এখন টিপস্টার পারস গুগলানি জানিয়েছেন যে, ভারতে এই নতুন টেকনো ফোনটির স্পেশ্যাল লঞ্চ প্রাইস হবে ২৬,৯৯৯ টাকা। যার মধ্যে ব্যাঙ্ক অফারগুলিও ধরা আছে। অর্থাৎ ভারতে এর দাম গ্লোবাল ভ্যারিয়েন্টের থেকে প্রায় ৩২,৫০০ টাকা কম হবে। প্রসঙ্গত, সৌদি আরবে টেকনো ফ্যান্টম এক্স২ ৫জি ২,৬৯৯ সৌদি রিয়াল (প্রায় ৫৯,৫০০ টাকা) মূল্যে উপলব্ধ।
Tecno Phantom X2 ভারতীয় মডেলের র্যাম এবং স্টোরেজ অপশনগুলি অবশ্য প্রকাশ হয়নি। তবে কোম্পানি অবশ্য ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ফোনটি ৮ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ অফার করবে। ফ্যান্টম এক্স২ ৫জি স্টারডাস্ট গ্রে এবং মুনলাইট সিলভার- এই দুই কালার অপশনে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে।
এছাড়া, Tecno Phantom X2-এর অন্যান্য স্পেসিফিকেশনগুলি একই থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর সহ আসবে। মিডিয়াটেকের ওই ফ্ল্যাগশিপ চিপসেট যুক্ত সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হতে পারে এটি। ফুল-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে এতে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে।
স্ক্রিনের ওপরে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউটও অবস্থান করবে এবং পড়ে যাওয়া ও স্ক্র্যাচ থেকে সুরক্ষার জন্য এর ওপর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের একটি স্তর থাকবে।ফটোগ্রাফির জন্য, Tecno Phantom X2-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷
আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Phantom X2 ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,১৬০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। পরিশেষে, এই প্রিমিয়াম হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ১২.০ (HiOS 12.0) কাস্টম স্কিনে রান করবে।