6000mah ব্যাটারির সঙ্গে 70W ফাস্ট চার্জিং, ঝড় তুলতে আসছে Tecno-র নয়া স্মার্টফোন

Update: 2024-02-13 14:43 GMT

টেকনো (Tecno) সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে তাদের বেশ কিছু নতুন প্রযুক্তি ও ডিভাইস পেশ করবে। ইভেন্টটি চলতি মাসের শেষের দিকে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলেছে। শোনা যাচ্ছে, ব্র্যান্ডটি এমডাব্লিউসি-তে Tecno Pova 6 Pro 5G স্মার্টফোন এবং Megabook T16 Pro 2024 Ultra নোটবুকের ওপর থেকে পর্দা সরাবে। তার আগে এখন, আসন্ন Pova সিরিজের ফোনটি থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) থেকে অনুমোদন লাভ করেছে, যা ইঙ্গিত করে যে এটি শীঘ্রই সেদেশে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে৷ কি কি তথ্য উঠে এল সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Tecno Pova 6 Pro 5G পেল NBTC-এর অনুমোদন

LI9 মডেল নম্বর সহ একটি টেকনো ফোন থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত হয়েছে৷ উল্লিখিত ডিভাইসটিকে এর আগে টেকনো পোভা ৬ প্রো ৫জি নামের সাথে গুগল প্লে কনসোল (Google Play Console) এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে। তবে, এনবিটিসি-এর তালিকায় ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি।

Tecno Pova 6 Pro 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

গুগল প্লে কনসোল-এর লিস্টিং অনুযায়ী, টেকনো পোভা ৬ প্রো-এ ফুলএইচডি+ ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট থাকবে। এছাড়াও, ডিভাইসটি ১২ জিবি র‍্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। এমাসের শুরুতে, এই হ্যান্ডসেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) কর্তৃপক্ষের দ্বারাও অনুমোদিত হয়েছিল, যা ফোনের রিয়ার প্যানেলের ডিজাইন এবং কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছে।

এফসিসি লিস্টিং অনুযায়ী, Tecno Pova 6 Pro 5G ফোনটি ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ এবং ৭০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ আসবে। ডিভাইসটি সম্ভবত ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া, Tecno Pova 6 Pro 5G-এর রিয়ার প্যানেলে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম দেখা যাবে, যদিও সামনে এবং পিছনের উভয় ক্যামেরার কনফিগারেশন সম্পর্কিত নির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।

Tags:    

Similar News