আইফোনের মতো ক্যামেরা, Tecno Spark 10, Spark 10C সস্তায় 16 জিবি র‌্যাম সহ বাজারে আসছে

By :  techgup
Update: 2023-03-28 15:12 GMT

আজ দুপুরেই ভারতে লঞ্চ হয়েছে Tecno Spark 10 5G। আবার গত সপ্তাহে ভারতে এসেছে Tecno Spark 10 Pro। তবে এই সিরিজের অধীনে আরও কয়েকটি ডিভাইস বাজারে আনতে চলেছে চীনা ব্র্যান্ডটি। আজ Tecno Spark 10 4G ও Tecno Spark 10C ফোন দুটিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে এদের প্রধান প্রধান স্পেসিফিকেশন সামনে এসেছে।

জানা গেছে, Tecno Spark 10 আজ ভারতে আত্মপ্রকাশ করা Tecno Spark 10 5G এর থেকে আলাদা স্পেসিফিকেশন সহ আসবে। আবার নয়া এই ডিভাইস দুটিতে বক্সি ডিজাইন ও আইফোনের মতো ক্যামেরা মডিউল দেখা যাবে।

এরমধ্যে Tecno Spark 10 ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। আর ১৬ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে Tecno Spark 10C। উভয় স্মার্টফোনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

আবার Tecno Spark 10 ও Spark 10C ডিভাইস দুটিতে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে পাওয়া যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে অক্টা কোর প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ৮ মেগাপিক্সেল ভার্চুয়াল র‌্যাম। আর এগুলি ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

টেকনো স্পার্ক ১০ মেটা ব্ল্যাক, ব্লু, হোয়াইট কালারে পাওয়া যাবে। আর টেকনো স্পার্ক ১০সি কে মেটা ব্ল্যাক, ব্লু ও গ্রীন কলারের মধ্যে বেছে নেওয়া যাবে। যদিও এদের দাম ও উপলব্ধতা সম্পর্কে কিছু জানা যায়নি।

Tags:    

Similar News