এবার Apple iPhone-এর একটি ফিচার সম্পর্কে সাবধান করল পুলিশ, ঠিক কী কারণে মাথা-ব্যথা?

Update: 2023-11-28 08:34 GMT

Alert: প্রযুক্তির বিকাশের সাথে তাল মেলাতে এবং iPhone ইউজারদের আরও বেশি সুবিধা দিতে, Apple বেশ কিছু দিন আগে নতুন iOS 17 অপারেটিং সিস্টেমের সাথে 'NameDrop' নামের একটি ফিচার চালু করেছে। এটি, অ্যাপলের AirDrop ফাইল শেয়ার অপশনের একটি আপগ্রেডেড ভার্সন, যার সাহায্যে কন্ট্যাক্ট ডিটেইলস থেকে শুরু করে ছবি, ভিডিও বা অন্য বড় ফাইল – যেকোনো কিছুই শেয়ার করা যাবে শুধুমাত্র একটি আইফোন থেকে অন্য আইফোনে স্পর্শ করেই। কিন্তু, এই NameDrop-এর নামেই এবার সতর্কতা জারি করেছে পুলিশ। Apple-এর এই নতুন ফিচার থেকে ইউজারের সিকিউরিটি-প্রাইভেসিতে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিজের দেশেই বিধি-নিষেধের মুখে Apple-এর ফিচার

সিকিউরিটির জন্য অনেকেরই অ্যাপল আইফোনের ওপর ভরসা থাকে। কিন্তু ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস, কারমি পুলিশ বিভাগ, মিডলটাউন পুলিশ বিভাগ, ওয়াটারটাউন সিটি পুলিশ বিভাগ, জেফারসন হিলস পুলিশ বিভাগ এবং ফোর্ট স্মিথ পুলিশ বিভাগসহ আমেরিকার অনেক প্রশাসনিক শাখা ও সংস্থা, সেই অ্যাপলেরই লেটেস্ট নেমড্রপ সম্পর্কে সম্প্রতি একটি সতর্কতা জারি করেছে। আসলে অনেক সোশ্যাল মিডিয়া ইউজার দাবি করেছেন যে তাদের আইফোন, আইওএস ১৭-এ আপডেট করার সাথে সাথে নেমড্রপ বৈশিষ্ট্যটি ডিফল্টরূপে চালু হয়েছে। এতে করে যে সমস্যা হচ্ছে, তা হল অন্য আইফোনের সংস্পর্শে আসার সাথে সাথে নেমড্রপ ফিচারটি সক্রিয় হয়ে যাচ্ছে এবং কন্ট্যাক্ট ডিটেইলস শেয়ার করতে শুরু করেছে।

স্বাভাবিকভাবেই গোটা বিষয়টিতে যে ইউজারদের নিরাপত্তা ও গোপনীয়তা বজায় থাকছেনা, তা একেবারে স্পষ্ট! আর তাই সতর্কতা জারি করেছে মার্কিনি পুলিশ। প্রকৃতপক্ষে, যাদের সন্তানরা আইফোন ব্যবহার করছে, তাদের বিশেষ করে অ্যাপল নেমড্রপ ফিচার সম্পর্কে ওয়াকিবহাল থাকতে বলা হচ্ছে।

Apple NameDrop ফিচার কী?

অ্যাপল আইওএস ১৭ ওএস ভার্সনের সাথে আসা NameDrop ফিচারটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)-এর সাথে কাজ করে। এর সাহায্যে কোনো ফাইল শেয়ার করা খুব সহজ, এক্ষেত্রে উভয় আইফোনকে কাছাকাছি এনে সেগুলি আনলক করতে হবে। প্রসঙ্গত, আপনি যদি এই ফিচার বন্ধ করতে চান বা উল্লিখিত ডিফল্ট সেটিংয়ের ঝামেলা পোহাতে না চান, তাহলে আইফোনের জেনারেল সেটিংসে গিয়ে এয়ারড্রপ অপশনটি বেছে নিন এবং তারপরে এটি বন্ধ করে দিন।

Tags:    

Similar News