Vivo S17 Pro সনির ক্যামেরা সেন্সর ও 80W চার্জিং সহ লঞ্চ হল, রয়েছে 12 জিবি পর্যন্ত র‌্যাম

By :  SUPARNA
Update: 2023-05-31 12:05 GMT

প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ৩১শে মে চীনের লঞ্চ হয়েছে Vivo S17 স্মার্টফোন সিরিজ। এই নয়া লাইনআপের অধীনে মোট তিনটি মডেল আত্মপ্রকাশ করেছে, যথা - Vivo S17, Vivo S17t ও Vivo S17 Pro। যার মধ্যে সিরিজের রেগুলার মডেল অর্থাৎ Vivo S17 এবং উচ্চতর Vivo S17t ফোন দুটির ফিচার ও দাম সম্পর্কে আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি। তাই এই প্রতিবেদনে আমারা টপ-এন্ড Vivo S17 Pro স্মার্টফোনের প্রসঙ্গে আলোচনা করবো। এটি সিরিজের তিনটি হ্যান্ডসেটের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এবং সেরা স্পেসিফিকেশনের সাথে এসেছে। এক্ষেত্রে এই 5G ফোনে - কার্ভড AMOLED ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ডুয়াল-টোন LED ফ্ল্যাশলাইট সহ ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৪,৬০০ এমএএইচ ব্যাটারির রয়েছে। আর ডিজাইনের দিক থেকেও এটি খুবই অত্যাধুনিক। চলুন Vivo S17 Pro স্মার্টফোনের দাম ও বিশেষত্ব জেনে নেওয়া যাক।

Vivo S17 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

প্রথমেই আসা যাক ডিজাইনের প্রসঙ্গে। ভিভো এস১৭ প্রো স্মার্টফোনকে প্রথম দর্শনে পূর্বসূরি ভিভো এস১৬ প্রো (Vivo S16 Pro) -এর মতো দেখতে লাগলেও, নয়া মডেলটির ডিজাইন কিছুটা আলাদা। যেমন এর ব্যাক প্যানেলে থাকা ক্যামেরা মডিউলে অবস্থিত তৃতীয় সেন্সরটি তুলনায় ছোট এবং ডিভাইসটি কালার-চেঞ্জিং প্যানেলও অফার করে না। পরিবর্তে ভিভো তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটকে নতুন ব্লু কালার বিকল্পের সাথে লঞ্চ করেছে। এছাড়া ফোনটির সামনে এবং পিছনে কার্ভড গ্লাস সহ ৩ডি (3D) বডি লক্ষণীয়। এটি মাত্র ৭.৪৬ মিমি পুরু এবং ওজনে প্রায় ১৮৮ গ্রাম।

Vivo S17 Pro স্মার্টফোনে রয়েছে ৬.৭৮-ইঞ্চির (২৮০০x১২৬০ পিক্সেল) কার্ভড AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি - ৪৫২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার প্যানেল, ৮০০০০০০:১ কনট্রাস্ট রেশিও, ১৩০০ নিট পিক ব্রাইটনেস লেভেল এবং ২১৬০ হার্টজ পিডাব্লিউএম পিক্সেল সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর সহ এসেছে। এতে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩.০ (OriginOS 3.0) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, ভিভো ব্র্যান্ডিংয়ের এই নয়া স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS-এনাবল ৫০ মেগাপিক্সেল Sony IMX766V প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল Sony IMX663 2x টেলিফটো শ্যুটার৷ এই রিয়ার ক্যামেরা-ত্রয়ী রেগুলার ডুয়াল-টোন LED ফ্ল্যাশলাইট এবং সফ্ট লাইটের সাথে যুক্ত। এদিকে ডিভাইসের সামনের দিকে, ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 সেলফি সেন্সর রয়েছে। এই ফ্রন্ট ক্যামেরাটি অটোফোকাস মোড সমর্থন করে এবং সেন্সরের উভয় প্রান্তে দুটি LED ফ্ল্যাশলাইট উপস্থিত।

ফোনটির কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, GNSS, NFC, এবং ইউএসবি ২.০ (টাইপ-সি পোর্ট)৷ আবার নিরাপত্তার জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে নতুন Vivo S17 Pro স্মার্টফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে।

Vivo S17 Pro এর দাম ও কালার অপশন (Vivo S17 Pro Price)

ভিভো এস১৭ প্রো তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এসেছে। এর মধ্যে ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,০৯৯ ইউয়ান (প্রায় ৩৬,১০০ টাকা)। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৮,৫০০ টাকা)। এছাড়া ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪০,৮০০ টাকা)।

এই হ্যান্ডসেটটি তিনটি কালার বিকল্পে এসেছে, যথা - মাউন্টেন সি গ্রিন, আইস হোয়াইট জেড এবং ব্ল্যাক। আগামী ৮ জুন থেকে এর বিক্রি শুরু হবে।

Tags:    

Similar News