Vivo-র এই দুর্দান্ত 5G ফোন পাওয়া যাচ্ছে 10,999 টাকায়, রয়েছে 50MP ক্যামেরা ও 128GB স্টোরেজ
Flipkart-এ চলছে Month End Mobile Fest সেল। আর নাম দেখেই আশা করি বুঝতে পারছেন যে, এখানে স্মার্টফোনের উপর বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই সেল আগামীকাল 31 মার্চ পর্যন্ত চলবে। তাই এই সময়ে আপনি যদি বাজেটের মধ্যে একটি ভালো ক্যামেরা ফোন কিনতে চান তাহলে একাধিক বিকল্প পেয়ে যাবেন। তবে আমরা আপনাকে Vivo T2x 5G কিনতে বলবো। কারণ এতে আছে 50 মেগাপিক্সেল নাইট ক্যামেরা। আর ডিভাইসটি এখন ব্যাঙ্ক অফারে 10,999 টাকা থেকে কেনা যাবে।
Vivo T2x 5G এর দাম ও সেল অফার
ভিভো টি2এক্স 5জি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এগুলি হল 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ, 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে 11,999 টাকা, 12,999 টাকা এবং 14,999 টাকা।
তবে ফ্লিপকার্ট সেলে ভিভো টি2এক্স 5জি এর সাথে লোভনীয় ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। SBI, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এই ফোনের উপর 1,000 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া এক্সচেঞ্জ ও ইএমআই অফারেও ডিভাইসটি কেনা যাবে।
Vivo T2x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Vivo T2x 5G ফোনে আছে 6.58 ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে 2.2 গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসর ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5,000 এমএএইচ ব্যাটারি। আর ক্যামেরার কথা বললে এই হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি + 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা উপস্থিত। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।