৮ জিবি র্যামের সাথে Vivo V29 5G এই মার্কেটে শীঘ্রই লঞ্চ হবে, থাকবে এই বিশেষ স্ন্যাপড্রাগন প্রসেসর
Vivo খুব শীঘ্রই তাদের লেটেস্ট স্মার্টফোন সিরিজ V29 গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। আসন্ন এই লাইনআপের অধীনে মোট তিনটি ডিভাইস আসবে বলে জানা যাচ্ছে, যথা - Vivo V29, Vivo V29 Pro, এবং Vivo V29 Lite। যার মধ্যে, ভ্যানিলা মডেল অর্থাৎ Vivo V29 -কে ইতিমধ্যেই আমরা বেঞ্চমার্কিং সাইট Geekbench এবং Bluetooth SIG -এর ওয়েবসাইটে উপস্থিত হতে দেখেছি। আর এখন, এই একই ডিভাইস IMDA সার্টিফিকেশন সাইট দ্বারাও ছাড়পত্র লাভ করল, যা Vivo V29 5G স্মার্টফোনের সত্বর লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।
IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হল Vivo V29 5G স্মার্টফোন
ভিভো ভি২৯ ৫জি স্মার্টফোনকে হালফিলে IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। ডিভাইসটি V2250 মডেল নম্বর সহ আসবে বলে জানা যাচ্ছে। এছাড়া সার্টিফিকেশন সাইটটির লিস্টিং অনুসারে, এই ফোনে WLAN, NFC এবং ব্লুটুথ -এর মতো ওয়্যারলেস কানেক্টিভিটি বিকল্পের সমর্থন পাওয়া যাবে। পাশাপাশি এটাও নিশ্চিত করা হয়েছে যে, আলোচ্য ৫জি স্মার্টফোনকে সর্বপ্রথম সিঙ্গাপুরে লঞ্চ করা হবে। এছাড়া আর কোনও অতিরিক্ত বিবরণ উল্লেখ ছিল না IMDA সার্টিফিকেশন সাইটে।
প্রসঙ্গত আমরা আগেই বলেছি যে, আসন্ন Vivo V29 5G স্মার্টফোনকে সম্প্রতি গিকবেঞ্চে খুঁজে পাওয়া গেছে। এক্ষেত্রে এই বেঞ্চমার্কিং সাইটটির লিস্টিং নিশ্চিত করেছে যে, ভিভো ব্র্যান্ডিংয়ের এই ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর থাকবে। আর এটি ৮ জিবি র্যাম এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে আসবে।
উল্লেখিত তথ্যাদি ছাড়া Vivo V29 সম্পর্কে আর কোনও তথ্য বর্তমানে উপলব্ধ নেই। তবে সংস্থার অসাবধানতার কারণে সম্প্রতি এর প্রো মডেল অর্থাৎ Vivo V29 Pro স্মার্টফোনের একাধিক ফিচার তথ্য অনলাইনে ফাঁস হগেছে। চলুন এই বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক…
Vivo V29 Pro -এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
ভিভো ভি২৯ প্রো স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির OLED কার্ভড-এজ ডিসপ্লে দেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। এই ডিসপ্লে - ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। আবার পারফরম্যান্সের জন্য ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট সহ আসবে। এতে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য আসন্ন Vivo V29 Pro 5G ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত ৬৪-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান থাকবে। আর ডিভাইসের সামনে দেখা যাবে হাই-রেজোলিউশনের ৫০-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এছাড়া এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনে রান করবে বলেও নিশ্চিত করা হয়েছে।