লুকস-ফিচার্সে তোলপাড় হবে বাজারে, দেশে আসার আগেই Vivo V29e 5G-র খুঁটিনাটি ফাঁস
ভিভো বর্তমানে তাদের নতুন Vivo V29 সিরিজের নয়া সংযোজন হিসাবে Vivo V29e লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। স্মার্টফোনটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর অনুমোদন লাভ করেছে, যা ভারতে খুব শীঘ্রই লঞ্চ হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছে৷ আর এখন, নতুন রিপোর্টের মাধ্যমে Vivo V29e-এর ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।
Vivo V29e 5G-এর স্পেসিফিকেশন ও রেন্ডার ফাঁস
৯১ মোবাইলস হিন্দি ভিভো ভি২৯ই-এর রেন্ডার শেয়ার করা হয়েছে, যা থেকে প্রথমবারের মতো ডিভাইসটির ডিজাইন সম্পর্কে একটি আভাস পাওয়া যাচ্ছে। আশ্চর্যজনকভাবে, স্মার্টফোনটিতে প্রিমিয়াম লুক রয়েছে বলে মনে হচ্ছে। অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের "ই" লাইনআপের অন্তর্গত হওয়ার কারণে এটা বিশেষভাবে লক্ষণীয়।
ডিজাইন সম্পর্কে সবিস্তারে বললে, ভিভো ভি২৯ই-তে কাচের প্রলেপযুক্ত ডুয়েল-টোন, কালার-চেঞ্জিং ব্যাক ডিজাইন দেখা যাবে। রিয়ার প্যানেলে দুটি বড় ক্যামেরা কাটআউট উপস্থিত থাকবে, যা একটি এলইডি ফ্ল্যাশের সাথে যুক্ত হবে। ডিভাইসের ধারগুলিতে কার্ভড ফিনিশ সহ কার্ভড ডিসপ্লেও অবস্থান করবে। এছাড়াও, স্ক্রিনের বেজেল বেশ স্লিম হবে এবং ফ্রন্ট ক্যামেরার জন্য ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল কাট-আউট দেখা যাবে। ডিভাইসটি নীল ও কালো রঙে আত্মপ্রকাশ করবে।
অন্যদিকে, মাইস্মার্টপ্রাইসও Vivo V29e 5G-এর স্পেসিফিকেশনগুলি ফাঁস করেছে। ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে ডিসপ্লে থাকবে এতে। এই ফোনে Qualcomm Snapdragon 480 5G বা Snapdragon 480+ 5G এর মধ্যে কোনও একটি চিপসেট ব্যবহার করা হবে আশা করা হচ্ছে। ৮ জিবি র্যামের সাথে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে বলে শোনা যাচ্ছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, Vivo V29e 5G অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouchOS 13) কাস্টম স্কিনে রান করবে। ফোনটি আগস্ট মাসের শেষের দিকে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে।