ফাটাফাটি ফিচারের সাথে দুর্দান্ত ক্যামেরা, Vivo V30 Pro স্মার্টফোন পেল Bluetooth SIG থেকে অনুমোদন
Vivo সম্প্রতি তাদের হোম মার্কেটে নতুন Vivo V30 স্মার্টফোনের ঘোষণা করেছিল। এখন জানা গেছে, সংস্থাটি উক্ত মডেলের একটি উচ্চতর সংস্করণ লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে, যার নাম হবে Vivo V30 Pro। হ্যান্ডসেটটি ইতিমধ্যেই বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। আবার আজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম Bluetooth SIG -তে ডিভাইসটি তালিকাভুক্ত হল। এই ঘটনা Vivo V30 Pro ফোনের সত্বর লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।
Bluetooth SIG সাইট থেকে অনুমোদন পেল Vivo V30 Pro স্মার্টফোন
ব্লুটুথ এসআইজি সাইটের লিস্টিং অনুসারে, ভিভো ভি৩০ প্রো স্মার্টফোন V2319 মডেল নম্বর বহন করবে। উক্ত প্ল্যাটফর্মে আসন্ন হ্যান্ডসেটের ফিচার বা ডিজাইন সম্পর্কিত কোনো তথ্য দেওয়া নেই। তবে জানা গেছে, এটি ব্লুটুথ ৫.৩ স্ট্যান্ডার্ড সমর্থন করবে। প্রসঙ্গত স্মার্টফোনটি হালফিলে SDPPI সার্টিফিকেশন সাইট দ্বারাও অনুমোদন পেয়েছে।
এদিকে আশা করা হচ্ছে, Vivo V30 Pro স্মার্টফোনটি বিদ্যমান Vivo S18 Pro মডেলের টুইক ভার্সন হিসাবে আসবে। কেননা আপকামিং এই হ্যান্ডসেটের পূর্বসূরি অর্থাৎ Vivo V29 Pro, Vivo S17 Pro ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করেছিল।
যদি এই অনুমান সত্যি হয়, তবে Vivo V30 Pro এবং Vivo S18 Pro মডেলের ফিচার প্রায় অনুরূপ হতে পারে। এক্ষেত্রে এই স্মার্টফোনে - ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন সমর্থিত ৬.৭৮-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর সহ আসবে, যার সাথে ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সংযুক্ত থাকবে। আবার ছবি তোলার জন্য, সম্ভবত 'অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন' (OIS) সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ১২ মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার মিলবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ৮০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সমর্থন করবে।