Vivo V30 সিরিজ লঞ্চ হচ্ছে শীঘ্রই, চাপে পড়তে পারে Redmi Note 13 লাইনআপ
ভিভো তাদের V-সিরিজের পরবর্তী স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। তবে কোম্পানির আগেই Vivo V30 সিরিজের পোস্টার অনলাইনে ফাঁস করেছেন, যা ইঙ্গিত দেয় যে, ফোনগুলি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে৷ নতুন লাইনআপে Vivo V30 এবং Vivo V30 Pro নামে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। ফাঁস হওয়া পোস্টারটি ডিজাইনের আভাসও দিয়েছে।
ফাঁস হল Vivo V30-এর সিরিজের পোস্টার
সুপরিচিত টিপস্টার পারস গুগলানি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভিভো ভি৩০ সিরিজের পোস্টার শেয়ার করেছেন। জানিয়ে রাখি, ব্র্যান্ডটি ভিভো ভি৩০ লাইট মডেলটি গত মাসে লঞ্চ করেছিল। ফাঁস হওয়া পোস্টাররে ভি৩০ ও ভি৩০ প্রো-এর রিয়ার এবং ফ্রন্ট উভয় প্যানেলের ডিজাইন দেখা গেছে। ছবি অনুযায়ী, সামনের দিকে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ হোল কাটআউট অবস্থান করবে, আর পিছনে বর্গাকার ক্যামেরা মডিউল দেখা যাবে।
আরেকটি লক্ষণীয় দিক হল, ভিভো ভি৩০ ফোনের স্ক্রিনটি পাতলা বেজেল দ্বারা বেষ্টিত। তবে, ওপরের নচ এবং নীচের চিন তুলনামূলকভাবে চওড়া। চলতি মাসের শুরুতে, ভিভো ভি৩০ মডেলটিকে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশনের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) প্ল্যাটফর্মে দেখা গেছে। এই দুটি সার্টিফিকেশনই ভি৩০-এর আসন্ন লঞ্চের দিকে নির্দেশ করে।
জানিয়ে রাখি, গত ডিসেম্বরে Vivo V30-কে এনসিসি (NCC) সার্টিফিকেশন ডেটাবেসেও দেখা গিয়েছিল। যা স্মার্টফোনের ডিজাইন তুলে ধরে এবং এর কিছু প্রধান বৈশিষ্ট্যও প্রকাশ করে। এনসিসি-এর লিস্টিংয়ে দেখা ডিজাইনটি লেটেস্ট পোস্টারটির সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও, Vivo V30 ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই Vivo V30 সিরিজের লঞ্চ ডেট সামনে আসবে।