এই প্রথম চীনের বাইরে ফোল্ডিং ফোন লঞ্চের প্ল্যান করছে Vivo, টেনশনে শাওমি-স্যামসাং

Update: 2024-03-27 12:40 GMT

গতকালই চীনে Vivo X Fold 3 সিরিজ লঞ্চ হয়েছে, যা স্ট্যান্ডার্ড Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro - এই দুই ফোল্ডেবল স্মার্টফোনের সমন্বয়ে গঠিত। মনে করা হচ্ছে, কোম্পানিটি সবচেয়ে উন্নত অর্থাৎ Pro মডেলটি গ্লোবাল মার্কেটে লঞ্চের পরিকল্পনা করেছে। জল্পনা বাড়িয়ে Vivo X Fold 3 Pro-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, যা নির্দেশ করছে যে এটি শীঘ্রই চীনের বাইরে আত্মপ্রকাশ করতে পারে। অর্থাৎ এই প্রথম ভিভোর ফোল্ডেবল ফোন গ্লোবাল মার্কেটে আসতে চলেছে।

Vivo X Fold 3 Pro পেল SDPPI-এর অনুমোদন

নতুন একটি ভিভো ফোন 98278/SDPPI/2024 সার্টিফিকেশন নম্বর, V2330 মডেল নম্বর এবং ভিভো এক্স ফোল্ড 3 প্রো নাম সহ ইন্দোনেশিয়ার এসডিপিপিআই সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশন ডেটাবেসে ফোনটির উপস্থিতি নির্দেশ করে যে এটি খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখতে পারে এবং এটি বিশ্ববাজারে ভিভো ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল হ্যান্ডসেট হতে চলেছে। উল্লেখ্য, এতদিন কোম্পানির ফোল্ডিং ফর্ম ফ্যাক্টরের ডিভাইসগুলি চীনা বাজারেই সীমাবদ্ধ ছিল।

জানিয়ে রাখি, ভিভো এক্স ফোল্ড 3 প্রো শক্ত "আর্মর ফেদার" বডি এবং স্থায়িত্ব ও স্ক্রিন ক্রিজিং কম করার জন্য একটি উন্নত হিঞ্জ বা কব্জা অফার করে। ফোল্ড করা অবস্থায় প্রো মডেলটি 11.2 মিলিমিটার স্লিম ও খোলা থাকলে 5.2 মিলিমিটার পাতলা এবং ওজন মাত্র 236 গ্রাম। এতে 8.03 ইঞ্চির ফোল্ডেবল ওলেড ডিসপ্লে এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ 6.53 ইঞ্চির ওলেড কভার ডিসপ্লে রয়েছে। স্ক্রিন 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4,500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক 16 জিবি র‍্যাম এবং 1 টিবি স্টোরেজের সাথে যুক্ত। Vivo X Fold 3 Pro অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক অরিজিনওএস 4 কাস্টম স্কিনে চলে। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, হ্যান্ডসেটটিতে 5,700 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 100 ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

এছাড়াও ফটোগ্রাফির জন্য, Vivo X Fold 3 Pro-এর রিয়ার ক্যামেরা সিস্টেমে 50 মেগাপিক্সেলের OV50H প্রাইমারি সেন্সর, 3x অপটিক্যাল জুম সহ একটি 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স এবং একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের প্রাইমারি এবং কভার স্ক্রিনের ওপরে একটি করে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

Tags:    

Similar News