Vivo X Fold3 Pro ডুয়েল সেলফি ক্যামেরার সাথে ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার দেখে নিন
ভারতে লঞ্চ হল Vivo ব্র্যান্ডের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold3 Pro। এটি প্রথম Qualcomm Snapdragon 8 Gen 3 চালিত ভাঁজযোগ্য হ্যান্ডসেট হিসাবে ভারতে এসেছে। বিশেষত্বের কথা বললে, এটি ডুয়েল ডিসপ্লে ডিজাইনের সাথে এসেছে। এতে - ৩২ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ইউনিট, এয়ার জেসচার, গেজ অ্যাওয়েক, ৩ডি আল্ট্রাসনিক ডুয়াল-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট, স্টেরিও স্পিকার সেটআপ এবং শক্তিশালী ডুয়াল-সেল ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচারের সুবিধা পাওয়া যাবে। আবার একাধিক 'আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স' ফিচারও অ্যাক্সেস করতে পারবেন ইউজাররা। চলুন নয়া Vivo X Fold3 Pro ফোনের দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ভারতে Vivo X Fold3 Pro দাম ও লভ্যতা
এদেশের ভিভো এক্স ফোল্ড৩ প্রো ফোন ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর দাম ১,৫৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই ফোল্ডেবল হ্যান্ডসেট এখন প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। আর আগামী ১৩ই জুন থেকে অনলাইন শপিং সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভো ই-স্টোর, রিলায়েন্স ডিজিটাল সহ ক্রোমা, জিওমার্ট, পরভিক, সঙ্গীতা, বিজয় সেলস, বাজাজ ইলেক্ট্রনিক্স, বিগ সি রিটেল স্টোরের মাধ্যমে এটি কেনা যাবে।
ভিভো এক্স ফোল্ড৩ প্রো হ্যান্ডসেটের সাথে একাধিক লোভনীয় লঞ্চ অফার দেওয়া হবে। যেমন ভিভো অনলাইন স্টোর থেকে HDFC অথবা SBI ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ১৫,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ক্রেতারা ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং বিনামূল্যে এককালীন স্ক্রিন রিপ্লেসমেন্টের (ক্রয়ের ৬ মাসে মধ্যে) সুবিধাও পেয়ে যাবেন৷ এছাড়া যারা ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন অফলাইনে কিনবেন তাদের ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেওয়া হবে।
প্রসঙ্গত সংস্থাটি ফোল্ডেবল ফোনের পাশাপাশি Vivo Wireless Charger 2.0 -ও লঞ্চ করেছে, যার দাম থাকছে ৫,৫৯৯ টাকা।
Vivo X Fold3 Pro ফোল্ডেবল ফোনের স্পেসিফিকেশন
ভিভো এক্স ফোল্ড৩ প্রো ফোন ডুয়েল ডিসপ্লে ডিজাইনের সাথে এসেছে। এতে আর্মার গ্লাস সহ ৬.৫৩-ইঞ্চির LTPO AMOLED কভার ডিসপ্লে আছে, যা ২৭৪৮×১১৭২ পিক্সেল রেজোলিউশন, ৪৫৭ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, ২১৬০ হার্টজ PWM ডিমিং, ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ২১.১:৯ এসপেক্ট রেশিও, ৯০.৯২% স্ক্রিন-টু-বডি রেশিও, HDR10+, এবং ডলবি ভিশন সাপোর্ট করে। আবার ইউটিজি সুপার টেনসিল গ্লাস দ্বারা সুরক্ষিত ৮.০৩-ইঞ্চির LTPO AMOLED ফোল্ডিং ডিসপ্লে প্যানেলও পাওয়া যাবে, যা ২৪৮০×২২০০ পিক্সেল রেজোলিউশন, ৪১২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৫০০ নিট পিক ব্রাইটনেস, ১৯২০ হার্টজ PWM ডিমিং, ৮০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও, ৪:৩.৫৫ এসপেক্ট রেশিও, ৯১,৭৭% স্ক্রিন-টু-বডি রেশিও, HDR10+ এবং ডলবি ভিশনের সুবিধা অফার করে।
Vivo X Fold3 Pro ফোনে TSMC -এর ৪এনএম প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, অ্যাড্রেন ৭৫০ জিপিইউ এবং সিকিউরিটি চিপ ব্যবহার করা হয়েছে। এর সাথে ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 স্টোরেজ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস কাস্টম স্কিনে রান করে। এতে - এআই স্ক্রিন ট্রান্সলেশন, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট, গুগল জেমিনি প্রো, গুগল ক্রিপ ২.০ এবং গুগল লেন্সের মতো এআই (AI) ফিচারের অ্যাক্সেস মিলবে।
Vivo X Fold3 Pro ফোনে ভি৩ ইমেজিং চিপ এবং জেইস (ZEISS) অপটিক্স সমর্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ২৩ মিমি ফোকাল লেন্থ, এফ/১.৬৮ অ্যাপারচার ও OIS সহ ৫০ মেগাপিক্সেল VCS প্রাইমারি সেন্সর (সেন্সর সাইজ : ১/১.৩-ইঞ্চি) + ৩এক্স অপটিক্যাল জুম, ১০এক্স হাই-ডেফিনিশন জুম, ১০০এক্স ডিজিটাল জুম, ৭০ মিমি ফোকাল লেন্থ, এফ/২.৫৭ অ্যাপারচার ও OIS সহ ৬৪ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (সেন্সর সাইজ : ১/২-ইঞ্চি) + ১১৯° ফিল্ড-অফ-ভিউ, ১৫ মিমি ফোকাল লেন্থ, ও এফ/২.০ অ্যাপারচার যুক্ত ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর (সেন্সর সাইজ : ১/২.৭৬-ইঞ্চি)। এদিকে ডিভাইসের কভার ডিসপ্লে এবং ফোল্ডিং ডিসপ্লেতে একটি করে মোট দুটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার (অ্যাপারচার : এফ/২.৪) দেওয়া হয়েছে।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, হ্যান্ডসেটটি - টিইউভি রাইনল্যান্ড ফোল্ডিং ওয়ারি-ফ্রি সার্টিফিকেশন, এসজিএস গোল্ড লেবেল ফাইভ-স্টার গ্লাস ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন, এয়ার জেসচার, গেজ অ্যাওয়েক এবং ওনার প্রাইভেসি প্রটেকশনের সুবিধা সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,৭০০ এমএএইচ ব্যাটারি (২,৮৫০ এমএএইচ ডুয়াল-সেল ব্যাটারি) মিলবে, যা ১০০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ফ্ল্যাশচার্জ ওয়্যারলেস সাপোর্ট করে। নিরাপত্তার জন্য থাকছে ৩ডি আল্ট্রাসনিক ডুয়াল-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট।
ভালো সাউন্ডের জন্য এতে পাওয়া যাবে স্টেরিও স্পিকার সেটআপ। কানেক্টিভিটি বিকল্প হিসাবে সামিল থাকছে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৭ ৮০২.১১বি, ব্লুটুথ, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেউডু, নাভআইসি, কিউজেডএসএস, এবং ইউএসবি ৩.২ জেন ২ পোস্ট। Vivo X Fold3 Pro ফোনের পরিমাপ ১৫৯.৯৬×১৪২.২×৫.২ মিমি (খোলা অবস্থায়) ও ১৫৯.৯৬x৭২.৫৫x১১.২ মিমি (ভাঁজ অবস্থায় করা) এবং ওজন ২৩৬ গ্রাম। এটি জল প্রতিরোধের জন্য IPX8 রেটিং প্রাপ্ত।