Vivo Y01A: এবছরের অন্যতম সস্তা ফোন লঞ্চ করল ভিভো, বড় ডিসপ্লে সহ রয়েছে শক্তিশালী ব্যাটারি

By :  SUPARNA
Update: 2022-11-15 15:10 GMT

Vivo একপ্রকার চুপিসারে তাদের Y-সিরিজের একটি নতুন স্মার্টফোন আজ লঞ্চ করেছে। Vivo Y01A নামের এই ফোনটি বাজেট-সেগমেন্টে এসেছে এবং এটিকে বর্তমানে থাইল্যান্ডের বাজারে পাওয়া যাচ্ছে। সদ্য আগত এই মডেলটি Vivo-এর সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনগুলির মধ্যে একটি, আর এটি চলতি বছরের প্রথমার্ধে আত্মপ্রকাশ করা Vivo Y01 -এর উত্তরসূরি৷ যেহেতু এটি একটি বাজেট হ্যান্ডসেট, সেহেতু এই নয়া মডেলে পলিকার্বোনেট ব্যাক প্যানেল ব্যবহৃত হয়েছে৷ অন্যান্য বিশেষত্বের কথা বললে, ফোনটি - HD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও পি৩৫ চিপসেট, ৩২ জিবি রম, এআই (AI) ফেস আনলক ফিচার, এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে। আর এই ডিভাইসকে দুটি আকর্ষণীয় কালার বিকল্পে পাওয়া যাবে। চলুন Vivo Y01A স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

ভিভো ওয়াই০১এ -এর দাম (Vivo Y01A Price)

ভিভো ওয়াই০১এ স্মার্টফোনকে ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার দাম রাখা হয়েছে ৩,৯৯৯ থাই ভাট (ভারতীয় মূল্যে প্রায় ৯,১০০ টাকা)। এটিকে থাইল্যান্ডে দুটি কালার অপশনে নিয়ে আসা হয়েছে, যথা - স্যাফায়ার ব্লু এবং এলিগ্যান্ট ব্ল্যাক।

প্রসঙ্গত, আলোচ্য ভিভো ফোনটিকে আগামী সপ্তাহে ভারতে লঞ্চ করা হতে পারে বলে মনে হচ্ছে। কারণ এটিকে সম্প্রতি 'ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস' (BIS) ওয়েবসাইটে স্পট করা গেছে। অতএব, আমরা আশা করতে পারি উক্ত মডেলটি হয়তো খুব শীঘ্রই দেশে আত্মপ্রকাশ করবে।

ভিভো ওয়াই০১এ -এর স্পেসিফিকেশন (Vivo Y01A Specifications)

ভিভো ওয়াই০১এ স্মার্টফোনে সরু বেজেল পরিবেষ্টিত ৬.৫১-ইঞ্চির এইচডি প্লাস প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে আছে, যার এসপেক্ট রেশিও ২০:৯। এই ডিসপ্লে স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ওয়াই-সিরিজ অন্তর্গত এই ডিভাইস মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সাথে এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) দ্বারা চালিত, যাতে ফানটাচ ওএস ১১.১ (Funtouch OS 11.1) কাস্টম স্কিন রয়েছে। স্টোরেজ হিসাবে এতে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম মিলবে। যদিও মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর ইন্টারনাল বাড়ানো যাবে।

Vivo Y01A স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পরিবর্তে এআই (AI) ফেস আনলক ফিচার বিদ্যমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা আছে। আর ডিভাইসের পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে LED ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উপস্থিত রয়েছে।

কানেক্টিভিটির জন্য আলোচ্য মডেলে পাওয়া যাবে 4G VoLTE, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস, ডুয়াল-সিম স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভো ওয়াই০১এ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা মাইক্রো-ইউএসবি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সমর্থন করে। এর পুরুত্ব ৮.২৮ মিমি এবং ওজন প্রায় ১৭৮ গ্রাম।

Tags:    

Similar News