Vivo Y02s: ভিভো লঞ্চ করল নয়া বাজেট ফোন, দাম 11 হাজার টাকার কম

Update: 2022-08-22 04:06 GMT

Vivo তাদের Y সিরিজের নয়া বাজেট ফোন Vivo Y02s লঞ্চ করল। আপাতত ফোনটি চীনে লঞ্চ হয়েছে। Y সিরিজের এই ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। আবার ফোনটি ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে ও ৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ এসেছে। নতুন এই বাজেট ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলে। আসুন Vivo Y02s ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

ভিভো ওয়াই০২এস এর দাম (Vivo Y02s Price)

ভিভো ওয়াই০২এস ফোনের ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯০৬ ইউয়ান, যা প্রায় ১০,৬০০ টাকার সমান। ডিভাইসটি সাফায়ার ব্লু ও সাইন ব্ল্যাক কালারে পাওয়া যাবে। অন্যান্য দেশে ফোনটি কবে উপলব্ধ হবে তা এখনও জানা যায়নি।

ভিভো ওয়াই০২এস এর স্পেসিফিকেশন (Vivo Y02s Specifications)

ভিভো ওয়াই০২এস ফোনের সামনে দেখা যাবে ৬.৫১ ইঞ্চি এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এর ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্ল্যাসের মতো ম্যাটেরিয়াল। পারফরম্যান্সের জন্য এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর। ফোনটি ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Vivo Y02s ফোনে ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Vivo Y02s ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক।

Tags:    

Similar News