অসাধারণ ফিচার্সের Vivo Y200e 5G-এর দাম কত হবে? শুনলে মন আনন্দে ভরে উঠবে
ভিভো আজই ভারতের বাজারে তাদের Y-সিরিজের অধীনে Vivo Y200e 5G লঞ্চ করতে চলেছে। আর এখন এক টিপস্টারের সৌজন্যে ফোনটির দামের পাশাপাশি ডিজাইন রেন্ডার, স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। এদেশে Vivo Y200e 5G-র দাম হাতের নাগালে থাকবে বলে জানা গেছে। Vivo Y200e 5G এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট (Flipkart)-এ পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
ভারতে লঞ্চের আগে Vivo Y200e 5G-এর দাম ফাঁস
টিপস্টার সুধাংশু আম্ভোরে দাবি করেছেন যে, ভিভো ওয়াই২০০ই দুটি স্টোরেজ অপশননে লঞ্চ হবে - ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। তার মতে, ভ্যারিয়েন্টগুলির দাম হবে যথাক্রমে ২০,০০০ টাকা এবং ২১,০০০ টাকা।
Vivo Y200e 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার জানিয়েছেন যে, ভিভো ওয়াই২০০ই ৫জি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন, ১,২০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করবে৷ পারফরম্যান্সের জন্য, এই ভিভো ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহৃত হবে। ভিভো ওয়াই২০০ই ৫জি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে ফানটাচওএস ১৪ (FuntouchOS 14) কাস্টম স্কিনে রান করবে বলে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য, Vivo Y200e 5G-এ ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের লেন্স এবং একটি ফ্লিকার সেন্সর দ্বারা গঠিত হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য, হ্যান্ডসেটটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y200e 5G-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, Vivo Y200e-এ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং স্টেরিও স্পিকার সেটআপ অন্তর্ভুক্ত থাকতে পারে।