Vivo Y28 5G: মধ্যবিত্তের বাজেটের মধ্যে ভিভো লঞ্চ করল নতুন 5G ফোন, রয়েছে দুর্দান্ত ক্যামেরা
Vivo আজ তাদের Y-সিরিজের অধীনে Vivo Y28 5G নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল। যেটি Vivo Y27 মডেলের উত্তরসূরি। বিশেষত্বের কথা বললে বাজেট-রেঞ্জের এই হ্যান্ডসেটে - HD+ IPS LCD ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি ডিভাইসটিতে ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ফিচারও সাপোর্ট করে। চলুন নয়া Vivo Y28 5G স্মার্টফোনের দাম, লভ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
ভারতে Vivo Y28 5G এর দাম ও লভ্যতা
এদেশের বাজারে ভিভো ওয়াই২৮ ৫জি স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে। নিচে প্রত্যেকটি ভ্যারিয়েন্টের দাম দেওয়া হল -
৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৩,৯৯৯ টাকা
৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৫,৪৯৯ টাকা
৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ – ১৬,৯৯৯ টাকা
আগ্রহীদের জানিয়ে রাখি, আপনারা ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon), রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital), ক্রোমা (Croma), জিওমার্ট (JioMart) সহ দেশের অন্যান্য শীর্ষস্থানীয় রিটেল আউটলেটের মাধ্যমে ভিভো ওয়াই২৮ ৫জি কিনতে পারবেন৷ এই ফোন - গ্লিটার অ্যাকোয়া এবং ক্রিস্টাল পার্পল কালার অপশনে পাওয়া যাচ্ছে।
Vivo Y28 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
Vivo Y28 5G স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২×৭২০ পিক্সেল) IPS LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে আছে, যা ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৩% NTSC কালার গ্যামেট সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ৭ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। এই ফোনে ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র্যাম ফিচারও সাপোর্ট করে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে।
ফটো ও ভিডিওগ্রাফির জন্য Vivo Y28 5G ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে - ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াইফাই ৫ (২.৪গিগাহার্টজ + ৫গিগাহার্টজ), ব্লুটুথ ৫.১, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু, ইউএসবি ২.০ পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত৷
পাওয়ার ব্যাকআপের জন্য এই হ্যান্ডসেটে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। IP54 রেটিং প্রাপ্ত Vivo Y28 5G ফোনের পরিমাপ ১৬৩.৭×৭৫.৪×৮.০৯ মিমি এবং ওজন ১৮৬ গ্রাম।