Vivo Y300 5G vs Nothing Phone (2a): নার্থিংয়ের ফোনকে টেক্কা ভিভোর, দাম ও ফিচারের ক্ষেত্রে কে এগিয়ে

Vivo Y300 5G ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে।

Update: 2024-11-23 08:33 GMT

ভিভো সম্প্রতি ভারতে Vivo Y300 5G লঞ্চ করেছে। এই ডিভাইসে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ও অ্যামোলেড ডিসপ্লে। এর দাম রাখা হয়েছে ২৫,০০০ টাকার কম। এই রেঞ্জে ভারতে Nothing Phone (2a) ফোনটি জনপ্রিয়। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। কিন্তু একই রেঞ্জে আসা স্মার্টফোন দুটির মধ্যে কে সেরা। আসুন এদের দাম ও ফিচারের মধ্যে পার্থক্য দেখে নেওয়া যাক।

Vivo Y300 5G vs Nothing Phone (2a): দাম

ভিভো ওয়াই৩০০ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা।

নাথিং ফোন (২এ) ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। আবার ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং টপ-এন্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম থাকছে যথাক্রমে ২৫,৯৯৯ টাকা ও ২৭,৯৯৯ টাকা।

ডিসপ্লে

ভিভো ওয়াই৩০০ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে।

নাথিং ফোন (২এ) ফোনে সরু বেজেল পরিবেষ্টিত ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস ফ্ল্যাট OLED পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০ প্রযুক্তি সাপোর্ট করে।

প্রসেসর ও সফটওয়্যার

ভিভোর নতুন স্মার্টফোনে অ্যাড্রেনো ৬১৩ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ ওএস ১৪ কাস্টম স্কিনে চলবে।

পারফরম্যান্সের জন্য নাথিং ফোন (২এ) মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নাথিং ওএস ২.৫ কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা

ভিভো ওয়াই৩০০ ৫জি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে।‌ এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৮৮২ প্রাইমারি সেন্সর, এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল সেকেন্ডারি বোকেহ লেন্স। আর সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

নাথিং স্মার্টফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - OIS সমর্থিত ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত।

ব্যাটারি

ভিভোর ওয়াই সিরিজের ডিভাইসে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ দ্রুত চার্জিং সাপোর্ট করে।

নাথিং ফোন (২এ) ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News