Vivo Y36 পরশুদিন বাজারে আসছে, লঞ্চের আগে সমস্ত স্পেসিফিকেশন ও ফিচার্স জানুন

Update: 2023-05-23 10:08 GMT

সম্প্রতি চীনে S17e লঞ্চ করার পর, ভিভো বিশ্ববাজারে একাধিক স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে। এর মধ্যে একটি V27 সিরিজের মডেল (S17 সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন) থাকবে বলে মনে করা হচ্ছে। আর Y-সিরিজেও কিছু নতুন মডেল গ্লোবাল মার্কেট আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে। তার মধ্যে অন্যতম হল Vivo Y36, যা ইন্দোনেশিয়ায় আগামী ২৫ মে লঞ্চ হতে চলেছে৷ ফোনটির একটি মাইক্রোসাইট থেকে বেশিরভাগ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আর এখন, এক নির্ভরযোগ্য টিপস্টার ডিভাইসটির লাইভ ইমেজ প্রকাশ করেছেন।

প্রকাশ্যে এল Vivo Y36-এর লাইভ ইমেজ

টিপস্টার পারস গুগলানি দ্বারা শেয়ার করা ভিভো ওয়াই৩৬-এর লাইভ ইমেজটি প্রকাশ করেছে যে এতে ফ্ল্যাট ব্যাক এবং ফ্ল্যাট এজ সহ বক্সি ডিজাইন দেখা যাবে৷ রিয়ার শেলে অবস্থিত ক্যামেরা আইল্যান্ডে দুটি বড় লেন্স উপস্থিত থাকবে। উল্লেখযোগ্যভাবে, এই ক্যামেরা মডিউলের ডিজাইনটি অতীতে বহু ভিভো (Vivo) এবং আইকো (iQOO) ডিভাইসে দেখা গেছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, ভিভো ওয়াই৩৬-এর একটি মাইক্রোসাইট এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y36-এর স্পেসিফিকেশন এবং ফিচার

ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনটি ডায়নামিক গ্লাস বিল্ডের সাথে মসৃণ এবং আধুনিক ডিজাইন অফার করবে। পিছনে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। আর সামনের দিকে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যা নির্ভরযোগ্য কর্মক্ষমতা এবং মসৃণ মাল্টিটাস্কিং ক্ষমতা প্রদান করে। ৮ জিবি র‍্যাম এবং ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি সহ, ডিভাইসটি উন্নত পারফরম্যান্স অফার করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, এতে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে।

যদিও, Vivo Y36-এর ক্যামেরা সেটআপ সংক্রান্ত খুব বেশি তথ্য এখনও সামনে আসেনি, তবে জানা যাচ্ছে যে এতে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট সহ দুটি সেন্সর উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y36-তে সম্ভবত ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি করা হবে, যা ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। সুবিধাজনক এবং নিরাপদ অ্যাক্সেসের জন্য পাওয়ার বাটনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা থাকবে।

Tags:    

Similar News