20 জুন ভারতে লঞ্চের আগেই ফাঁস হল Vivo Y58 5G স্মার্টফোনের দাম এবং ফিচার্স

Update: 2024-06-19 07:05 GMT

ভিভো সম্প্রতি ভারতে Vivo Y58 5G নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। ডিভাইসটি আগামীকাল, ২০ জুন এদেশে আত্মপ্রকাশ করতে চলেছে। ফোনটি সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন লঞ্চের একদিন আগে এক টিপস্টার Vivo Y58 5G ফোনের প্রধান স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য অনলাইনে শেয়ার করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Vivo Y58 5G ফোনের স্পেসিফিকেশন এবং মূল্য (প্রত্যাশিত)

এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সুধাংশু আম্ভোরের একটি লেটেস্ট পোস্ট অনুসারে, ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনে ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০২৪ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে। স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসরটি থাকবে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত থাকবে। ইউজাররা ভার্চুয়াল র‍্যাম সাপোর্টের মাধ্যমে মেমরি ক্ষমতা আরও ৮ জিবি পর্যন্ত প্রসারিত করতে পারবেন এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ স্পেসকে আরও ১ টিবি বাড়ানো যাবে৷

ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির পিছনে একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে বলে জানা গেছে। ভিভো ওয়াই৫৮ ৫জি ফোনটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে, যা ৪৪ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, আসন্ন ভিভো ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকবে ডুয়েল স্পিকার, আইপি৬৪ (IP64) জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। Vivo Y58 5G হ্যান্ডসেটের ওজন হবে ১৯৯ গ্রাম এবং এতে ৭.৯৯ মিলিমিটারের স্লিম বডি থাকবে।

এবার দামের প্রসঙ্গে আশা যাক। সুধাংশু আম্ভোরে বলেছেন যে Vivo Y58 5G ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৯,৪৯৯ টাকায় লঞ্চ হবে। টিপস্টার ডিভাইসটির একটি বক্স ইমেজও শেয়ার করেছেন, যেখানে সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি ২৩,৯৯৯ টাকা উল্লেখ করা হয়েছে, তাই এই ফাঁস হওয়া মূল্যটির সঠিক হওয়ার একটি উচ্চ সম্ভাবনা রয়েছে।

Tags:    

Similar News