Xiaomi 13 5G: চীনের বাইরে শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনের দাম কত হবে? জানাল রিপোর্ট

Update: 2023-02-18 11:41 GMT

শাওমি গত বছরের ডিসেম্বর মাসে স্ট্যান্ডার্ড এবং Pro ভ্যারিয়েন্ট সমন্বিত Xiaomi 13 সিরিজটি উন্মোচন করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে Xiaomi 13 লাইনআপটি বিশ্ববাজারের জন্য লঞ্চ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে৷ তবে এই সিরিজে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের পাশাপাশি Xiaomi 13 Lite মডেলটিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। আর এখন লঞ্চের আগে, ইউরোপীয় বাজারের জন্য এক সুপরিচিত টিপস্টার স্ট্যান্ডার্ড Xiaomi 13 মডেলের দাম ফাঁস করেছেন। আসুন তাহলে আপকামিং হ্যান্ডসেটটির মূল্যের বিবরণ সম্পর্কে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল ইউরোপের মার্কেটে Xiaomi 13-এর দামের বিবরণ

টিপস্টার রোল্যান্ড কোয়ান্ডট দাবি করেছেন যে, শাওমি ১৩-এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হবে ৯৯৯ ইউরো (প্রায় ৮৮,৬০০ টাকা)। চীনে একই ভ্যারিয়েন্টের দাম ৪,২৯৯ রেনমিনবি (প্রায় ৫১,৮১০ টাকা)। ফাঁস হওয়া মূল্য নির্দেশ করে যে, আসন্ন ডিভাইসটি ইউরোপে প্রায় দ্বিগুণ ব্যয়বহুল হবে। এটি ছাড়া, টিপস্টার শাওমি ১৩-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্পর্কে আর কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেননি। তবে আশা করা যায়, ফোনটি একাধিক র‍্যাম এবং স্টোরেজ বিকল্পে বাজারে উপলব্ধ হবে।

https://twitter.com/rquandt/status/1626346961216454657?t=r4SxK_lKlwl9rwyKLb4HXA&s=19

প্রসঙ্গত, আগামী ২৬ ফেব্রুয়ারি শাওমি ১৩ এবং ১৩ প্রো ছাড়াও, ব্র্যান্ডটি শাওমি ১৩ লাইট মডেলটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, এটি শাওমি সিভি ২-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে, যা গত সেপ্টেম্বর মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। রোল্যান্ড কোয়ান্ডট এটাও প্রকাশ করেছেন যে, শাওমি ১৩ লাইট-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ বিকল্পের দাম ৪৯৯ ইউরো (প্রায় ৪৪,২৬০ টাকা) রাখা হবে, যা চীনে সিভি ২-এর মূল্যের তুলনায় ব্যয়বহুল।

এছাড়া স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Xiaomi 13-এ ৬.৩৬ ইঞ্চির ফুল-এইচডি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১,৯০০ নিট পিক ব্রাইটনেস, ১,২০০ হার্টজ রিফ্রেশ রেট, ইন্টিগ্রেটেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এইচডিআর১০+ এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিভাইসটিতে আইপি৬৮ (IP68) রেটিং থাকবে এবং একটি বক্সি ফর্ম ফ্যাক্টর দেখা যাবে। Xiaomi 13 কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে, যা সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ প্রযুক্তির সাথে যুক্ত থাকবে। এতে একটি লিকুইড কুলিং হিট ডিসিপেশন সিস্টেমও পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 13-এ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সক্ষম ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর সমন্বিত লেইকা (Leica)-ব্র্যান্ডেড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ আর পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলটিতে ৬৭ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

Tags:    

Similar News