Xiaomi 13 Ultra: ক্যামেরায় DSLR-কেও টেক্কা, শাওমি ১৩ আল্ট্রা লঞ্চের দিনক্ষণ প্রকাশ্যে এল

Update: 2023-04-12 06:45 GMT

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল যে, শাওমি তাদের লেটেস্ট নম্বর সিরিজ অর্থাৎ Xiaomi 13 সিরিজে স্ট্যান্ডার্ড এবং 'Pro' মডেলের সাথে একটি 'Ultra' মডেল লঞ্চের পরিকল্পনা করছে। যা গত বছরের Xiaomi 12S Ultra-এর উত্তরসূরি হিসেবে চীনের পাশাপাশি গ্লোবাল মার্কেটেও লঞ্চ হবে। বিগত কয়েক মাস ধরে নানা Xiaomi 13 Ultra সম্পর্কে বহু তথ্য ফাঁস হয়েছে। এবার অনুরাগীদের অপেক্ষার অবসান করে শাওমি তাদের আসন্ন ফ্ল্যাগশিপটির লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। একই দিনে গ্লোবাল মার্কেট ও চীনে রিলিজ হবে জানানো হয়েছে।

Xiaomi 13 Ultra-এর লঞ্চের দিনক্ষণ ঘোষণা

শাওমি ঘোষণা করেছে যে, আগামী ১৮ এপ্রিল, সন্ধ্যা ৭ টায় (GMT+8) নতুন শাওমি ১৩ আল্ট্রা-এর জন্য একটি গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে৷ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও, কোম্পানিটি ১৩ আল্ট্রার লঞ্চ ইভেন্টে আরও কিছু নতুন ডিভাইস উন্মোচন করতে পারে। সম্ভবত ওইদিন, শাওমি প্যাড ৬ সিরিজের ট্যাবলেটগুলি ওপর থেকে পর্দা সরানো হবে।

নটিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, শাওমি ১৩ আল্ট্রা ভেরিয়েবল অ্যাপারচার সহ একটি ভারিও-সামিক্রন (Vario-Summicron) ১-ইঞ্চি প্রাইমারি ক্যামেরার সাথে আসবে। এর কোয়াড ক্যামেরা সেটআপের সেন্সরগুলির অ্যাপারচার রেঞ্জ এফ/১.৮ থেকে এফ/৩.০ পর্যন্ত বিস্তৃত হবে এবং ফোকাল লেন্থ ১২ মিলিমিটার থেকে ১২০ মিলিমিটার পর্যন্ত থাকবে। ১৩ আল্ট্রা পেরিস্কোপ জুম ক্যামেরার জন্য ৫x অপটিক্যাল জুম অফার করবে।

আরও কিছু সূত্র থেকে জানা গেছে যে, Xiaomi 13 Ultra-এ ৫০ মেগাপিক্সেলের সনিআইএমএক্স৯৮৯ ১-ইঞ্চি প্রাইমারি ক্যামেরা থাকবে। আল্ট্রা-ওয়াইড, টেলিফোটো এবং পেরিস্কোপ জুমের জন্য প্রধান সেন্সরটি তিনটি ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৫৮ ক্যামেরার সাথে যুক্ত থাকতে পারে। সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা অবস্থান করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়াও, সম্প্রতি জনপ্রিয় টিপস্টার অনলিক্স ও স্মার্টপ্রিক্স-এর যৌথ প্রয়াসে Xiaomi 13 Ultra-এর কিছু কম্পিউটার এডেড ডিজাইন (CAD) রেন্ডার অনলাইনে প্রকাশিত হয়েছে, যা এর ডিজাইনটি স্পষ্টভাবে প্রদর্শন করেছে। রেন্ডার অনুযায়ী, Xiaomi 13 Ultra দেখতে বেশ ভারী। এটিতে ডানদিকে অবস্থিত পাওয়ার এবং ভলিউম রকার বাটন সহ একটি বক্সি ফর্ম ফ্যাক্টর দেখা যাবে৷ রিয়ার প্যানেলে সদ্য লঞ্চ হওয়া Find X6 Pro-এর মতো একটি বড় প্রসারিত ক্যামেরা মডিউল থাকবে, যা চারটি সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট দ্বারা গঠিত৷ আইল্যান্ডে লাইকা (Leica) ব্র্যান্ডিং অনুপস্থিত, তবে স্মার্টফোনটি এই জার্মান ক্যামেরা নির্মাতা দ্বারা টিউন করা ক্যামেরা সিস্টেমের সাথে আসবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। Xiaomi 13 Ultra-এর রিয়ার প্যানেলটি অমসৃণ হবে এবং এতে কার্ভড এজ দেখা যাবে।

অন্যদিকে, Xiaomi 13 Ultra-এর ফাঁস হওয়া রেন্ডারগুলি সেন্টার্ড পাঞ্চ-হোল কাটআউট এবং সরু বেজেল সহ একটি কার্ভড ডিসপ্লে প্রদর্শন করেছে। ফোনটির ওপরের অংশে একটি স্পিকার গ্রিল এবং দুটি কাটআউট দেখা গেছে, যেগুলি সম্ভবত একটি আইআর ব্লাস্টার এবং একটি সেকেন্ডারি মাইক্রোফোন বলে অনুমান করা হচ্ছে। আর ফোনের নীচে একটি সিম ট্রে, একটি স্পিকার গ্রিল এবং একটি ইউএসবি-সি পোর্ট উপস্থিত থাকবে৷

সূত্রের দাবি, Xiaomi 13 Ultra ভারত, ইন্দোনেশিয়া এবং তুরস্কের মতো কিছু দেশে লঞ্চ হবে না, কারণ এই দেশগুলির জন্য Xiaomi 13 আল্ট্রা-এর কোনও এমআইইউআই (MIUI) ফার্মওয়্যার বিল্ড নেই৷ এটি সম্ভবত গ্লোবাল মার্কেট, ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া (EEA), রাশিয়া এবং তাইওয়ানের আত্মপ্রকাশ করবে।

Tags:    

Similar News