চার্জ জলদি শেষ হয়ে যাচ্ছে, অভিয়োগ শোনা মাত্রই নয়া সফটওয়্যার আপডেট দিল Xiaomi

Update: 2023-05-23 07:05 GMT

Xiaomi 13 Ultra হল ব্র্যান্ডের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যেটিতে একটি সর্বোৎকৃষ্ট মানের ক্যামেরা সিস্টেম এবং একটি অসাধারণ ডিসপ্লে রয়েছে। পাশপাশি, হ্যান্ডসেটটি ব্যবহারকারীদের শক্তিশালী প্রসেসর, ফাস্ট চার্জিং সিস্টেম এবং বড় ব্যাটারি লাইফের সাথে একটি সম্পূর্ণ প্যাকেজ অফার করে। Xiaomi 13 Ultra-কে গেমিং ফোন হিসেবে বাজারজাত না করা হলেও, এতে থাকা ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ মোবাইল গেমগুলিও অনায়াসে পরিচালনা করতে সক্ষম করে তুলেছে। এই অভিজ্ঞতা আরও উন্নত করতে, Xiaomi 13 Ultra-এর জন্য কোম্পানি একটি নতুন আপডেট রিলিজ করেছে, যা কিছু রিফ্রেশ রেট সংক্রান্ত সমস্যার সমাধান করে এবং ব্যাটারি লাইফ আরও উন্নত করে।

Xiaomi 13 Ultra-এর নতুন আপডেট ইউজার এক্সপেরিয়েন্সকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে

নতুন আপডেটটি চীনে উপলব্ধ শাওমি ১৩ আল্ট্রা ইউনিটগুলিতে রোলআউট হবে। কেননা, এখনও এই ফোনটি বিশ্ববাজারে উপলব্ধ নয়। এই সফ্টওয়্যার আপডেটটি ফোন থেকে বিভিন্ন বাগ এবং সমস্যা দূর করে। উদাহরণস্বরূপ, এটি মাইক্রোফোন চালু থাকা অবস্থায় গেমিংয়ের কারণে সৃষ্ট অস্বাভাবিক ফ্রেম রেট সমস্যার সমাধান করেছে। এটি দৃশ্যত একটি বাগ, যা মাইক্রোফোন ব্যবহার করার পাশাপাশি গেম চালু করার সময় ফ্রেম রেটকে কমিয়ে দেয়৷

নতুন আপডেটটি বাগটি ঠিক করে এবং নিশ্চিত করে যে মাইক্রোফোন ব্যবহারে থাকা অবস্থায়ও ফ্রেম রেট সামঞ্জস্যপূর্ণ থাকবে৷ এটি আরও একটি বাগ থেকে মুক্তি পেয়েছে, যার কারণে 13 Ultra ফোনটি বাস্তবে অতিরিক্ত গরম না হলেও, সিস্টেম থেকে ওভার হিটিংয়ের জন্য সর্তকতা বার্তা প্রদর্শন করা হচ্ছিল। আপডেটটি এখন নিশ্চিত করে যে অ্যালার্ট মেসেজটি শুধুমাত্র তখনই প্রদর্শিত হবে, যখন ফোনটি অতিরিক্ত গরম হবে।

এছাড়াও, মাঝে মাঝে অস্বাভাবিক সিপিইউ পাওয়ার খরচ এবং ব্যাটারি লাইফ অপ্টিমাইজ করার সমস্যাও ঠিক করা হয়েছে। এই বাগ ফিক্সের পাশাপাশি, Xiaomi 13 Ultra-এর ফার্মওয়্যার আপডেটটি মে,২০২৩-এর সিকিউরিটি প্যাচটিও প্রকাশ করেছে।

জানিয়ে রাখি, Xiaomi 13 Ultra গত মাসে চীনা মার্কেটে আত্মপ্রকাশ করেছে। এতে রয়েছে ১,৪৪০ × ৩,২০০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৩ ইঞ্চির বড় এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। ডিভাইসটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত। ফটোগ্রাফির জন্য, 13 Ultra তিনটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল ক্যামেরা সেটআপ অফার করে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমির এই প্রিমিয়াম হ্যান্ডসেটটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Tags:    

Similar News