Xiaomi 15 এর গ্লোবাল ভার্সন এবার আন্তর্জাতিক বাজারে আসছে, FCC সার্টিফিকেশন থেকে পেল‌ ছাড়পত্র

শাওমি 15 এর গ্লোবাল ভার্সনে 12GB RAM ও 256GB স্টোরেজ থাকবে। এছাড়া Xiaomi 15 12GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে।

Update: 2024-11-29 17:43 GMT

Highlights

• FCC সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, Xiaomi 15 এর গ্লোবাল ভার্সনে 12GB RAM ও 256GB স্টোরেজ থাকবে।

• শাওমি 15 এর গ্লোবাল ভার্সন অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

• ফোনটির গ্লোবাল ভার্সনে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর দেওয়া হবে।

গত অক্টোবরে চীনে লঞ্চ হয়েছে Xiaomi 15 সিরিজ। এতে কোয়ালকমের এবছরের সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite প্রসেসর ব্যবহার করা হয়েছে। আগের মডেলের তুলনায় নয়া এই ফোনে ডিজাইন ও পারফরম্যান্স আপগ্রেড দেখা যাবে। এবার এই ডিভাইসটি গ্লোবাল মার্কেটে টা রাখতে চলেছে। তার আগে আজ শাওমি 15 স্মার্টফোনকে আমেরিকার FCC (ফেডারাল কমিউনিকেশন কমিশন) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Xiaomi 15 এর গ্লোবাল মডেলের FCC লিস্টিং

এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, শাওমি 15 এর গ্লোবাল ভার্সনে 12GB RAM ও 256GB স্টোরেজ থাকবে। এছাড়া এটি 12GB RAM ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে। জানিয়ে রাখি, এর চীনা ভ্যারিয়েন্ট 16GB RAM ও 1TB স্টোরেজ সহ লঞ্চ হয়েছিল। অর্থাৎ গ্লোবাল ভার্সনে কম র‌্যাম ও স্টোরেজ থাকবে।

এছাড়া শাওমি 15 এর গ্লোবাল ভার্সন অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক হাইপারওএস 2.0 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এছাড়া এফসিসি সার্টিফিকেশন সাইট থেকে ডিভাইসটি সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।

Xiaomi 15 এর গ্লোবাল ভার্সনে কি কি ফিচার থাকতে পারে

শাওমি 15 মডেলের গ্লোবাল ভার্সনে স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর দেওয়া হবে। আর এই ফোনে 6.36 ইঞ্চি এলটিপিও OLED ডিসপ্লে পাওয়া যাবে, যার রেজোলিউশন 1200 x 2670 পিক্সেল। এই ডিসপ্লে 1Hz থেকে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 3200 নিট ব্রাইটনেস ও এইচডিআর১০ প্লাস সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হবে 50MP ওয়াইড অ্যাঙ্গেল, আল্ট্রা ওয়াইড ও 3x টেলিফটো লেন্স। আর পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 15 স্মার্টফোনে 5400mAh ব্যাটারি দেওয়া হবে, যা 90W ওয়্যার্ড, 50W ওয়্যারলেস ও 10W রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

Tags:    

Similar News