দীর্ঘ 3 বছর পর Mix সিরিজের নতুন ফোন লঞ্চ করতে পারে Xiaomi, তুঙ্গে জল্পনা
গত বছর শাওমি (Xiaomi) সর্বপ্রথম ব্র্যান্ড হিসাবে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর চালিত স্মার্টফোন লঞ্চ করেছিল। যেগুলি হল Xiaomi 14 এবং Xiaomi 14 Pro। এরপর সাব-ব্র্যান্ড রেডমিও তাদের অভিভাবক সংস্থাকে অনুসরণ করে চিপসেটটির সাথে Redmi K70 Pro লঞ্চ করে৷ শোনা যাচ্ছিল যে, এই চিপ সহ পরবর্তী শাওমির পরবর্তী ফোনটি হবে Xiaomi 14 Ultra। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চীনা ব্র্যান্ডটি একটি নতুন হ্যান্ডসেটেও এই একই স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করতে চলেছে। নতুন এই শাওমি হ্যান্ডসেটটি এখন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। কি কি তথ্য উঠে এল ডিভাইসটির সম্পর্কে, আসুন জেনে নেওয়া যাক।
Xiaomi-এর নতুন স্মার্টফোনকে দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে
একটি নতুন শাওমি স্মার্টফোন গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে সুইরেন (Suiren) কোডনেম সহ তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত, যার সাথে এতে ১৬ জিবি র্যাম যুক্ত রয়েছে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, শাওমি হ্যান্ডসেটটি সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ২,৩৩৬ এবং ৬,৮৩৭ পয়েন্ট স্কোর করেছে। তবে, ফোনটির সম্পর্কে এর বেশি তথ্য গিকবেঞ্চ প্ল্যাটফর্ম থেকে জানা যায়নি।
শাওমি-এর স্মার্টফোন লাইনআপের ওপর ভিত্তি করে, মনে করা হচ্ছে যে এটি একটি নতুন Xiaomi Mix-সিরিজের ফোন হতে পারে। এই সিরিজের শেষ মডেলটি ছিল Xiaomi Mix 4, যা ২০২১ সালে লঞ্চ হয়। যেহেতু ফোনটির লঞ্চের পর প্রায় তিন বছর কেটে গেছে, তাই এটিকে Xiaomi Mix 5 বা অন্য কিছু বলা হবে কিনা, তা নিশ্চিত নয়। তবে ডিভাইসটি সম্ভবত একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা সহ আসবে। কারণ এটিই এখন Mix সিরিজের অন্যতম হাইলাইট। আগামী দিনে Xiaomi Suiren সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা যায়।
Xiaomi Mix 4-এর স্পেসিফিকেশন
২০২১ সালে লঞ্চ হওয়া Xiaomi Mix 4-এ ৬.৬৭ ইঞ্চির ১০-বিট ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ডলবি ভিশন সাপোর্ট করবে। ডিসপ্লেটির নীচে একটি ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। ডিভাইসটি Qualcomm Snapdragon 888 Plus চিপসেট দ্বারা চালিত, যা এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত।
ফটোগ্রাফির জন্য, Xiaomi Mix 4-এর পেছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। সেটআপটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫x পেরিস্কোপ জুম সহ একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে৷ এছাড়াও, হ্যান্ডসেটটিতে ডুয়েল স্টেরিও স্পিকার এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। অবশেষে, পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Mix 4-এ ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।