দেশীয় ব্র্যান্ড Boult আনল গোলাকার ডায়ালের প্রিমিয়াম Smartwatch, দাম 2500 টাকার কম
ভারতে একের পর এক নতুন স্মার্টওয়াচ লঞ্চ করছে দেশীয় ব্র্যান্ড Boult। আজ তারা বাজারে এনেছে নতুন দুটি স্মার্টওয়াচ, যাদের নাম Boult Crown R এবং Drift 2। প্রসঙ্গত উল্লেখ্য, সংস্থার নতুন Boult W40 ওয়্যারলেস ইয়ারবাডের সাথে লঞ্চ করেছে এই ওয়্যারেবল দুটি। এগুলি সাশ্রয়ী মূল্যে এসেছে। আবার ব্লুটুথ কলিং সুবিধাযুক্ত ঘড়ি দুটিতে রয়েছে একাধিক হেলথ সেন্সর ও স্পোর্টস মোড। চলুন দেখে নেওয়া যাক নতুন Boult Crown R এবং Boult Drift 2 স্মার্টওয়াচ দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Boult Crown R এবং Boult Drift 2-এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে Boult Crown R স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা এবং Boult Drift 2 স্মার্টওয়াচের ধার্য করা হয়েছে ১,৪৯৯ টাকা। এর মধ্যে Boult Drift 2 স্মার্টওয়াচটি পিঙ্ক, ব্লু ও ব্ল্যাক কালারে উপলব্ধ এবং এটি সংস্থা নিজস্ব ওয়েবসাইট ও ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বুলেট সিলভার এবং কোরাল ব্ল্যাক এই দুটি কালার অপশনের মধ্যে থেকে ক্রেতারা বেছে নিতে পারবেন Boult Crown R স্মার্টওয়াচ এবং এটি শীঘ্রই সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে কেনার জন্য উপলব্ধ হবে।
Boult Crown R এবং Boult Drift 2- এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত Boult ব্র্যান্ডের নতুন Boult Crown R এবং Boult Drift 2 স্মার্টওয়াচ দুটি ভিন্ন ডিজাইনে এসেছে। Crown R গোলাকৃতির এবং Drift 2 স্মার্ট ওয়াচের ডায়াল বর্গাকার ডিজাইনের। তবে উভয় স্মার্টওয়াচে দেওয়া হয়েছে অ্যালয় মেটালিক ফ্রেম। আবার Crown R স্মার্টওয়াচে থাকছে ডুয়াল কালার মেটাল স্ট্র্যাপ। পাশাপাশি Drift 2 স্মার্টওয়াচে পাওয়া যাবে সিলিকন স্ট্র্যাপ অপশন।
অন্যদিকে, উভয়ে স্মার্টওয়াচে এইচডি ডিসপ্লে বর্তমান কিন্তু এদের পরিমাপ আলাদা। Crown R এবং Drift 2 স্মার্টওয়াচের ডিসপ্লের সাইজ যথাক্রমে ১.৫২ টু ইঞ্চি ও ১.৮৫ ইঞ্চি। আবার Crown R স্মার্টওয়াচটি সর্বোচ্চ ৬০০ নিট উজ্জ্বলতা অফার করবে। পাশাপাশি উভয় স্মার্টওয়াচে থাকছে ১৫০টির বেশি ওয়াচফেস এবং ব্লুটুথ কলিংয়ের জন্য ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন।
উপরন্তু হেলথ ফিচার হিসেবে Boult Crown R এবং Boult Drift 2 স্মার্টওয়াচ দুটিতেতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, মেন্সট্রুয়াল পিরিয়ড ট্র্যাকার উপলব্ধ। সঙ্গে ঘড়ি দুটির প্রত্যেকটিতে পাওয়া যাবে ১২০টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা। তদুপরি ওয়্যারেবল দুটির অন্যান্য উল্লেখযোগ্য ফিচারগুলি হল- স্মার্ট নোটিফিকেশন, সিডেন্টারি ওয়াটার রিমাইন্ডার এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। সর্বোপরি জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়ি দুটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।