দাম শুরু ১৩৯৯ টাকা থেকে, স্টাইলিস ডিজাইনের কলিং স্মার্টওয়াচ NoiseFit Halo Plus, Nova, ও Arc লঞ্চ হল
Amazon Prime Day সেল উপলক্ষ্যে Noise ষষ ভারতে লঞ্চ করল তাদের একাধিক স্মার্টওয়াচ। এগুলি হল NoiseFit Halo Plus, Nova, এবং Arc। এর মধ্যে NoiseFit Halo Plus প্রিমিয়াম রেঞ্জের স্মার্টওয়াচ। রুচিশীল ডিজাইনের এই স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে মোড সাপোর্ট করবে। পাশাপাশি, NoiseFit Nova স্মার্টওয়াচটি মিডল রেঞ্জে এসেছে এবং NoiseFit Arc হল একটি বাজেট স্মার্টওয়াচ। চলুন NoiseFit Halo Plus, Nova, এবং Arc স্মার্টওয়াচগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক
NoiseFit Halo Plus, Nova, এবং Arc -এর দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে NoiseFit Halo Plus স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৪,৪৯৯ টাকা। এটি এলিট ব্ল্যাক, এলিট সিলভার এবং এলিট ব্লু কালারের মেটাল স্ট্র্যাপ অপশনে এসেছে। পাশাপাশি NoiseFit Nova স্মার্টওয়াচের দাম থাকছে ২,৯৯৯ টাকা। এই ঘড়িটি ক্রেতারা সিলভার গ্রে, ফরেস্ট গ্রিন, জেড ব্ল্যাক এবং ক্লাসিক আইভরি কালারের মধ্যে থেকে বেছে নিতে পারবেন। আবার বাজেট রেঞ্জের NoiseFit Arc স্মার্টওয়াচটি পাওয়া যাবে ১,৩৯৯ টাকায়। এটি জেট ব্ল্যাক, রোজ পিঙ্ক, সিলভার গ্রে, স্পেস ব্লু এবং ডিপ ওয়াইন কালার অপশনে এসেছে।
NoiseFit Halo Plus, Nova, এবং Arc -এর স্পেসিফিকেশন ও ফিচার
নবাগত NoiseFit Halo Plus এবং Nova উভয় স্মার্টওয়াচে ব্যবহৃত হয়েছে ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশান ৪৬৬ x ৪৬৬ পিক্সেল এবং এর ডিসপ্লেগুলি সর্বোচ্চ ৫৫০ নিট উজ্জ্বলতা অফার করবে। আর Halo Plus স্মার্টওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে মোড সাপোর্ট করবে। অন্যদিকে, NoiseFit Arc স্মার্টওয়াচে দেওয়া হয়েছে ১.৩৮ ইঞ্চি টিএফটি স্ক্রিন, যার রেজোলিউশন ২৪০ x ২৪০ পিক্সেল এবং এটি ৫৫০ নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করতে সক্ষম।
এবার আলোচনা করা যাক, ঘড়িগুলির ফিচার প্রসঙ্গে। সংস্থার নতুন তিনটে স্মার্টওয়াচেই থাকছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি এবং ব্লুটুথ কলিংয়ের জন্য ট্রুসিঙ্ক টেকনোলজি। আর ওয়্যারেবলগুলি একশটিরও বেশি ক্লাউড বেস ওয়াচফেস অফার করবে। পাশাপাশি Nova মডেলে পাওয়া যাবে নয়েজ ওএস চালিত অ্যানিমেটেড ওয়াচফেস।
অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িগুলিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ প্যাটার্ন ট্র্যাকার, স্ট্রেস লেভেল মনিটর এবং ব্রিদিং ট্রেনার উপলব্ধ। শুধু তাই নয়, ঘড়িগুলি ওয়েদার ফোরকাস্ট দেবে এবং ডেইলি রিমাইন্ডার হিসেবেও কাজ করবে। আবার ব্যবহারকারী চাইলে NoiseFit অ্যাপের মাধ্যমে এগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এবার আসা যাক NoiseFit Halo Plus, Nova, এবং Arc স্মার্টওয়াচগুলির ব্যাটারি প্রসঙ্গে। NoiseFit Halo Plus এবং Arc স্মার্টওয়াচ একবার চার্জে ৫ দিন পর্যন্ত এবং Nova স্মার্টওয়াচ ৭ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িগুলিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।