অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সহ NoiseFit Halo স্মার্টওয়াচ বাজারে এল, দাম কত দেখে নিন

By :  techgup
Update: 2023-02-25 14:00 GMT

ভারতীয় বাজারে কয়েকদিন আগে পা রেখেছিল NoiseFit Crew স্মার্টওয়াচ। আজ আবার দেশীয় ব্র্যান্ডটি নতুন একটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে, যার নাম NoiseFit Halo। ৪,০০০ টাকার কম দামে আসা নতুন এই স্মার্ট ঘড়িতে রয়েছে বিভিন্ন প্রিমিয়াম ফিচার। এর মধ্যে উল্লেখযোগ্য ব্লুটুথ কলিং, অলওয়েজ অন ডিসপ্লে, কুইক পেয়ারিং সাপোর্ট ইত্যাদি। চলুন দেখে নেওয়া যাক NoiseFit Halo স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

NoiseFit Halo স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে নয়েজফিট হ্যালো এর দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এর বিক্রি। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই -কমার্স সাইট অ্যামাজন থেকে পাওয়া যাবে নতুন এই স্মার্টওয়াচ। উল্লেখ্য, এটি লেদার, টেক্সচার সিলিকন এবং স্ট্যান্ডার্ড সিলিকন স্ট্র্যাপের সাথে এসেছে। আর ভিন্টেজ লেদার ব্রাউন, জেট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন, স্টেটমেন্ট ব্ল্যাক, ফিরারী অরেঞ্জ এবং ক্লাসিক লেদার ব্ল্যাক কালার বিকল্পে পাওয়া যাবে।

NoiseFit Halo স্মার্টওয়াচের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত নয়েজফিট হ্যালো স্মার্টওয়াচটি গোলাকৃতির ১.৪৩ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ৪৬৬x৪৬৬ পিক্সেল। আর ঘড়িটি অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করলেও ব্যবহারকারী এর ডায়ালের ওপরে হাত রেখে বন্ধ করতে এবং একবার ট্যাপেই স্ক্রিন অন করে দিতে পারবেন। তাছাড়া প্রিমিয়াম মেটালিক ইউনিবডিযুক্ত এই ঘড়ির ডান ধারে থাকছে দুটি ফিজিক্যাল বাটন।

আবার ঘড়িটির হেলথ ফিচার প্রসঙ্গে বলতে গেলে এতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার, স্টেপ কাউন্টার এবং ব্রিদিং সেশন উপলব্ধ। শুধু তাই নয়, এতে মিলবে একাধিক স্পোর্টস মোড ব্যবহারের সুবিধা।

তদুপরি, NoiseFit Halo স্মার্টওয়াচের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ব্লুটুথ কলিং। সেই সঙ্গে এতে থাকছে ট্রুসিঙ্ক ফিচার। অভিনব এই টেকনোলজির মাধ্যমে কুইক পেয়ারিং, ফার্স্ট কানেক্টিভিটি মিলবে। তবে ঘড়িটির অন্যান্য ফিচারগুলি হল নোটিফিকেশন, ওয়েদার আপডেট ইত্যাদি। সংস্থার মতে, একবার চার্জে ওয়্যারেবলটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে স্মার্টওয়াচটিতে রয়েছে IP68 রেটিং।

Tags:    

Similar News