একটানা ২১ দিন চলবে, Xiaomi Smart Band 9 একাধিক হেলথ ফিচার ও অ্যামোলেড ডিসপ্লে সহ লঞ্চ হল

চীনের পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Xiaomi Smart Band 9। এর দাম রাখা হয়েছে ৪,০০০ টাকার কম। শাওমির এই ফিটনেস ব্যান্ডে আছে ১৫০ এর…

Puja Mondal 28 Sept 2024 10:04 AM IST (Updated: 30 Sept 2024 3:10 AM IST)

চীনের পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Xiaomi Smart Band 9। এর দাম রাখা হয়েছে ৪,০০০ টাকার কম। শাওমির এই ফিটনেস ব্যান্ডে আছে ১৫০ এর বেশি হেলথ ট্র্যাকিং ফিচার। আবার এতে হার্ট রেট ও SpO2 সেন্সর উপস্থিত। এছাড়া Xiaomi Smart Band 9-এ পাওয়া যাবে অ্যামোলেড ডিসপ্লে, ২১ দিনের ব্যাটারি লাইফ ও 5ATM ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং।

Xiaomi Smart Band 9 এর দাম ও কালার অপশন

শাওমি স্মার্ট ব্যান্ড ৯ এর দাম রাখা হয়েছে ৩৯.৯৯ ইউরো (প্রায় ৩,৭৪০ টাকা)। এটি মিডনাইট ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার, মিস্টিক রোজ, আর্কটিক ব্লু এবং টাইটান গ্রে কালারে এসেছেন।

Xiaomi Smart Band 9 এর ফিচার

চীনের মতো শাওমি স্মার্ট ব্যান্ড ৯ ফিটনেস ব্যান্ডে আছে ১.৬২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১৯২ x ৪৯০ পিক্সেল রেজোলিউশন, ৩২৬ পিপিআই পিক্সেল ডেন্সিটি, ১২০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে। আবার এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করে। এই ফিচার অন‌ থাকলে ৯ দিন এবং অফ থাকলে ফুল চার্জে ২১ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে ফিটনেস ব্যান্ডটি।

শাওমি স্মার্ট ব্যান্ড ৯-এ আছে ২০০টিরও বেশি ওয়াচ ফেস। আবার কন্ট্যাক্টলেস পেমেন্টের জন্য এই ব্যান্ডে এনএফসি ফিচারও উপস্থিত। এদিকে এই শাওমি ব্যান্ডে রয়েছে রানিং, সাইকেলিং, ও ওয়াকিং সহ দেড় শতাধিক হেলথ ট্র্যাকিং ফিচার।

এছাড়াও Xiaomi এতে হার্ট রেট এবং SpO2 সেন্সরও দিয়েছে। আর কানেক্টিভিটির জন্য ঘড়িতে ব্লুটুথ ৫.৪ উপস্থিত। এছাড়াও মিউজিক কন্ট্রোল, মেসেজ রিপ্লাই ও ওয়েদার আপডেট ফিচার এই ফিটনেস ব্যান্ডে পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় হ্যান্ডসেটে সাপোর্ট করবে।

Xiaomi Smart Band 9-এ ২৩৩ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা চার্জ হতে এক ঘন্টা সময় লাগে। স্ট্র্যাপ ছাড়া এই ফিটনেস ব্যান্ডটির ওজন মাত্র ১৫.৮ গ্রাম।

Updated On: 30 Sept 2024 3:10 AM IST
Show Full Article
Next Story
Share it