ট্যাবেও অভাবনীয় ফিচার্স, VC কুলিং সিস্টেম ও কোয়াড স্পিকার সেটআপ নিয়ে iQOO Pad এর গ্রান্ড এন্ট্রি
Vivo-র সাব-ব্র্যান্ড iQOO আজ তাদের প্রথম ট্যাবলেট iQOO Pad লঞ্চ করল। ট্যাবটি কিছু দুর্দান্ত ফিচার্স যেমন 2.8K ডিসপ্লে, কোয়াড স্পিকার সিস্টেম, ডুয়েল রিয়ার ক্যামেরা, লেটেস্ট Android 13 এবং ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করে। iQOO Pad এর সঙ্গে মার্কেটে Xiaomi Pad 6, Oppo Pad 2 -এর সঙ্গে জোর প্রতিযোগিতা চলবে। চলুন ট্যাবটি দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
iQOO Pad -এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিজাইনের নিরিখে, নয়া আইকো প্যাড মেটাল ইউনিবডি সহ এসেছে এবং ব্যাক প্যানেলে বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যাবে। এতে ১২.১-ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ২.৮কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৬০০ নিট পিক ব্রাইটনেস এবং HDR10 প্রযুক্তি সমর্থন করে। ডিভাইসটি স্টাইলাস এবং টাচ কী-বোর্ড সাপোর্ট করে। যদিও এই অ্যাক্সেসরিজ দুটি রিটেল বক্সে অন্তর্ভুক্ত করা হয়নি। অর্থাৎ আলাদাভাবে বিক্রি করা হবে। এতে ইমার্সিভ অডিও এক্সপিরিয়েন্সের জন্য চারটি ফুল-রেঞ্জ স্পিকার এবং দুটি টুইটার ইউনিট আছে।
ক্যামেরা বিভাগের কথা বললে, iQOO Pad ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য আইকো প্যাডে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর আছে। এটিকে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিনওএস ৩ (OriginOS 3) কাস্টম স্কিন পাওয়া যাবে।
হিট ডিসিপেশনের জন্য iQOO Pad -এ ১৪,৪৪২ মিমি ভেপার চেম্বার কুলিং চেম্বার রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসাবে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত৷ পরিশেষে ডিভাইসটি ৪৪ ওয়াট চার্জিং সমর্থিত ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে।
iQOO Pad -এর দাম
আইকো প্যাড ট্যাবলেটের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ২,৫৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৩০,৫০০ টাকা) রাখা হয়েছে। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,০০০ টাকা)। এছাড়া, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম যথাক্রমে ৩,১৯৯ ইউয়ান (প্রায় ৩৭,৫০০ টাকা) ও ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,০০০ টাকা) ধার্য করা হয়েছে। এই ট্যাবলেট চীনের বাজারে আগামী ৩১শে মে থেকে বিক্রি হবে। ভারত সহ বিশ্ববাজারে এটি কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।