OnePlus Pad 2: ফোনের পর ট্যাবে নজর ওয়ানপ্লাসের, জুনেই লঞ্চ হতে পারে প্যাড 2
কিছুদিন আগে এক টেক ইনসাইডার জানিয়েছিলেন যে ওয়ানপ্লাস তাদের পরবর্তী প্রজন্মের OnePlus Pad 2 ট্যাবলেটের লঞ্চ স্থগিত করেছে। তবে এখন চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম, ওয়েইবো-তে অন্য আরেক টিপস্টার দাবি করেছেন যে, OnePlus Pad 2 এই মাসের মধ্যেই লঞ্চ হতে পারে। তিনি এর পাশাপাশি ট্যাবটির র্যাম ও স্টোরেজ অপশন এবং কালার ভ্যারিয়েন্টগুলি প্রকাশ করেছেন। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
OnePlus Pad 2 ট্যাবলেটের মেমরি ভ্যারিয়েন্ট এবং কালার অপশন
চীনা টিপস্টার দাবি করেছেন যে চলতি মাসে ওয়ানপ্লাস প্যাড ২ চারটি স্টোরেজ এবং মেমরি কনফিগারেশনের সাথে বাজারে আসবে, এগুলি হল ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম+২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম+৫১২ জিবি স্টোরেজ। ডিভাইসটির ওজন প্রায় ৫৮৫ গ্রাম হবে এবং এটি দুটি কালারে পাওয়া যাবে – স্পেস গ্রে এবং খাকি গ্রীন।
ওয়ানপ্লাস প্যাড ২ ইতিমধ্যেই চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটের অনুমোদন লাভ করেছে এবং ২,১০৩ এবং ৬,২৯৭ সিঙ্গেল এবং মাল্টি-কোর স্কোর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মেও উপস্থিত হয়েছে। গিকবেঞ্চ লিস্টিং দ্বারা প্রকাশিত কোর ক্লাস্টার এবং ক্লক স্পিডের ওপর ভিত্তি করে মনে করা হচ্ছে যে, ওয়ানপ্লাস প্যাড ২ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে চলবে। ৩সি সার্টিফিকেশন লিস্টিংটি প্রকাশ করেছে যে, ট্যাবলেটটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপটি ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত হতে পারে।
আগের রিপোর্ট অনুযায়ী, OnePlus Pad 2 ট্যাবটি ৭:৫ অ্যাসপেক্ট রেশিও এবং ৩,০০০ x ২,১২০ পিক্সেলের রেজোলিউশন সহ ১২.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। স্ক্রিনটির পিক্সেল ডেনসিটি হবে ৩০৪ পিপিআই এবং এটি ৯০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। এছাড়াও, OnePlus Pad 2 ডলবি ভিশন (Dolby Vision) এবং ডলবি অ্যাটমস (Dolby Atmos) এর সাপোর্ট সহ আসতে পারে।
ফটোগ্রাফির জন্য, OnePlus Pad 2 ট্যাবে একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও কলিং ও ২ডি ফেস আনলক করার জন্য ট্যাবের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ট্যাবটিতে বড় ৯,৫১০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহৃত হবে। OnePlus Pad 2 পরবর্তী প্রজন্মের OnePlus Stylo Pen স্টাইলাসটিও সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। OnePlus Pad 2 তার পূর্বসূরিতে থাকা ইউএসবি টাইপ-সি ২.০ পোর্টের আপগ্রেড হিসাবে একটি ইউএসবি টাইপ-সি ৩.২ জেন ১ পোর্ট অফার করতে পারে।