Tablet: ফুল চার্জে 27 ঘন্টা ভিডিও দেখতে দেবে, গ্লোবাল মার্কেটে 6600mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন ট্যাব
Ulefone Tab W10 ট্যাবে আছে 10.1 ইঞ্চি ডিসপ্লে, যা ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং ও ডকুমেন্ট এডিটিংয়ের মতো কাজগুলি করার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা দেবে।
Ulefone গ্লোবাল মার্কেটে তাদের লেটেস্ট ট্যাবলেট, Ulefone Tab W10 লঞ্চ করল। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং অত্যাধুনিক ফিচার সহ এসেছে এই ট্যাব। এই ট্যাবলেটে পাওয়া যাবে 10 ইঞ্চি ডিসপ্লে, বেশি র্যাম ও 5G কানেক্টিভিটির সাপোর্ট। এর মূল আকর্ষণ 6600mAh ব্যাটারি, যা 27 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে। আসুন নতুন এই ট্যাবের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
লাইটওয়েট এবং পাতলা বডি
Ulefone Tab W10 ট্যাবটি লাইটওয়েট এবং পোর্টেবল বিল্ডের সাথে লঞ্চ হয়েছে। এর ওজন মাত্র 430 গ্রাম। এটি 7.85mm পাতলা। এই ট্যাবলেট প্রিমিয়াম এয়ারক্রাফট-গ্রেড অ্যালুমিনিয়াম বডির এসেছে, যা স্টাইলিশ লুক যেমন দেবে তেমনি এটি মজবুত এবং টেকসই হবে। এতে রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাউন্ডের জন্য রয়েছে ডুয়েল স্পিকার সেটআপ।
8 জিবি পর্যন্ত র্যাম, 128 জিবি স্টোরেজ
এই ট্যাবে আছে 10.1 ইঞ্চি ডিসপ্লে, যা ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং ও ডকুমেন্ট এডিটিংয়ের মতো কাজগুলি করার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা দেবে। পারফরম্যান্সের জন্য এতে ইউনিসক T606 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে।
ব্যাটারি ফুল চার্জে 27 ঘণ্টা চলবে
এই ট্যাবে 6600mAh ব্যাটারি দেওয়া হয়েছে,যা 10W চার্জিং সাপোর্ট করে। সংস্থাটি বলেছে ফুল চার্জে এই ব্যাটারি 27 ঘন্টা পর্যন্ত ভিডিও দেখতে এবং 415 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম দেবে। এর মাধ্যমে নেটফ্লিক্স, ইউটিউব, হুলু, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি + হটস্টারের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের হাই-ডেফিনিশন কনটেন্ট দেখা যাবে।
দাম
Ulefone Tab W10 এখন কোম্পানির অফিসিয়াল অনলাইন স্টোর থেকে পাওয়া যাচ্ছে। এর দাম 119.99 ডলার (অর্থাৎ প্রায় 10 হাজার টাকা)।