Honda CB300R প্রায় দু'বছর পর ভারতের বাজারে ফিরল, এবার আরও শক্তিশালী ও কম দূষন সৃষ্টিকারী ইঞ্জিনের সঙ্গে

By :  SHUVRO
Update: 2022-01-12 08:44 GMT

Honda CB300R প্রায় দু'বছর পর ভারতের বাজারে ফিরল। নিও রেট্রো ক্যাফে-রেসার বাইকটির BS6 ভার্সন আজ লঞ্চ করেছে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। ২০২০-এর এপ্রিলে পরিবেশ রক্ষায় অধিক কার্যকরী নতুন নির্গমন বিধি কার্যকর হওয়ার পর সে বছর আর CB300R-এর আপডেটেড ভার্সন বাজারে আসেনি। তবে গত ডিসেম্বরে ইন্ডিয়ান বাইক উইকে Honda CB300R নতুনরূপে আত্মপ্রকাশ করে৷ আর আজ সেটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চের ঘোষণা করা হয়েছে।

হন্ডা সিবি৩০০আর বিএস৬ আর দাম ও লভ্যতা (Honda CB300R BS6 Price and Availability)

বিএস-৬ আপডেটেড হন্ডা সিবি৩০০আর'র দাম রাখা হয়েছে ২.৭৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। পুরনো ভার্সনের চেয়ে মূল্য ৩৬,০০০ টাকা বেশি। নতুন হন্ডা সিবি৩০০আর দু'টি রঙে উপলব্ধ - ম্যাট স্টিল ব্ল্যাক এবং পার্ল স্পার্টন রেড। সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই বুকিং চালু করার ঘোষণা করা হয়েছে। বাইকটি সংস্থার প্রিমিয়াম বিগউইং শোরুমে পাওয়া যাবে।

হন্ডা সিবি৩০০আর বিএস৬ ডিজাইন (Honda CB300R BS6 Design)

হন্ডা সিবি৩০০আর বিএস-৪ ভার্সনের ডিজাইনের সঙ্গে নতুন মডেলটির কোনও ফারাক নেই। তবে কয়েকটি সুক্ষ্ম পরিবর্তন লক্ষ্যণীয়৷ যেমন বাইকটির হেডল্যাম্পের চারপাশে কালো রঙের বেজেল রয়েছে (ব্ল্যাক ভ্যারিয়েন্টে)। রেডিয়েটর কাউলের রঙ-ও বেশ গাঢ৷ হন্ডা সিবি৩০০আর'র অভ্যন্তরীণ যন্ত্রাংশগুলি ব্ল্যাকড-আউট করা হয়েছে।

এছাড়া 2022 Honda CB300R BS6-এর স্টাইলিং হাইলাইটগুলির মধ্যে রেট্রো লুকসের গোলাকার হেডল্যাম্প, উন্মুক্ত ফ্রেম, রাগেড ইঞ্জিন গার্ড, এবং স্প্লিট স্টাইলের সিট উল্লেখযোগ্য।

হন্ডা সিবি৩০০আর বিএস৬ ফিচার্স (Honda CB300R BS6 Features)

আগের মতোই ফুল-এলইডি লাইটিং, ব্লু ব্যাকলিট এলসিডি ড্যাশবোর্ড, এবং স্মার্টফোন চার্জিং পোর্ট পাওয়া যাবে নতুন হন্ডা সিবি৩০০আর'এ। তবে এই প্রাইস রেঞ্জে স্মার্টফোন কানেক্টিভিটি বা নেভিগেশন ফিচারের অনুপস্থিতি হতাশাজনক।

হন্ডা সিবি৩০০আর বিএস-৬ স্পেসিফিকেশনস (Honda CB300R BS6 Specifications)

হন্ডা সিবি৩০০আর'র সবচেয়ে বড় পরিবর্তন তার ইঞ্জিনে। বিএস-৬ আপডেটেড সেই ২৮৬ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিনের আউটপুট ৩১ বিএইচপি এবং টর্ক ২৭.৫ এনএম। এতে সিক্স স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্ল্যাচ রয়েছে। সাসপেনশনের জন্য গোল্ডেন ইউএসডি ফর্ক ও মনোশক রয়েছে৷ ব্রেকিংয়ের জন্য দু'দিকেই ডিস্ক বর্তমান। ক্যালিপারগুলি নিসিন ব্র্যান্ডের৷ স্কিডিং এড়ানোর জন্য ব্যবহারকারীরা পাবেন ডুয়েল চ্যানেল এবিএস।

Tags:    

Similar News