ঠিক যেন সাতরঙা রামধনু! অত্যন্ত স্টাইলিশ Yamaha Aerox 155 এর সাতটি দুর্ধর্ষ রঙে লঞ্চ হল

By :  techgup
Update: 2022-11-09 06:17 GMT

ম্যাক্সি স্টাইলের স্কুটার হিসেবে ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছে Yamaha Aerox 155। ভারতবর্ষ সহ সমগ্র দুনিয়ায় যথেষ্ট সমাদর পেয়েছে এটি। স্পোর্টি স্কুটারের দুনিয়ায় নিজের আধিপত্য বিস্তার করতে চোখ ধাঁধানো সাতটি নতুন রংয়ের অপশন নিয়ে এবার ইন্দোনেশিয়ায় লঞ্চ হল 2023 Yamaha Aerox 155। যদিও মডেলের কালার আপডেট ছাড়া বাকি বৈশিষ্ট্যগুলো একইরকম থাকবে। আশা করা যায়, নয়া কালার অপশনগুলির মধ্যে কয়েকটি আগামী বছর ভারতেও আনা হতে পারে।

2023 Yamaha Aerox 155-এ নতুন কালার অপশনগুলির তালিকায় মূলত চারটে স্ট্যান্ডার্ড এবং তিনটে বিশেষ প্রকারের রঙের সংস্করণ রয়েছে। স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আপনি পেতে পারেন সায়ান, সিলভার, মেটালিক রেড , ব্ল্যাক-সিলভার এবং ইয়েলো-ব্লু এই চারটি বিকল্প। এই বিকল্পগুলির মধ্যে রয়েছে স্পোর্টি গ্রাফিক্স সমন্বিত ডুয়াল টোন রং।

উপরন্তু ইয়ামাহার পক্ষ থেকে বিশেষভাবে তৈরি সাইবার সিটি ট্রিম স্পোর্টিং সংস্করণে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের রঙের প্যানেল, লাল চাকা এবং সাদা গ্রাফিক্স। এছাড়াও অন্যান্য বিশেষ সংস্করণের মধ্যে উল্লেখযোগ্য হলো গোল্ডেন হুইল, গ্রাফিক্স ও সিঙ্গেল টোন বডি কালার যুক্ত স্পেশাল এডিশন, যার পোশাকি নাম প্রেস্টিজ সিলভার।

সংযোজিত রঙের বিভিন্নতা ছাড়া অন্যান্য ফিচার্স এবং ইকুইপমেন্ট এর দিক থেকে এই স্কুটারটির কোনোরূপ পরিবর্তন পরিলক্ষিত হয়নি। পূর্বের সংস্করণটির সাথে সাম্যতা রেখে এই মডেলটিতে উপস্থিত রয়েছে ১৫৫ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, যা R15 এর উপস্থিত। তবে এরোক্সের ক্ষেত্রে টিউনিং ভিন্ন। ইঞ্জিনটি পরিবর্তনশীল ভাল্ভ অ্যাকচুয়েশন প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এটি ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৪.৭ বিএইচপি ক্ষমতা ও ৬৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৩.৯ এনএম টর্ক তৈরি করে।

একটি প্রিমিয়াম কোয়ালিটির স্পোর্টি স্কুটার হয়ে Yamaha Aerox 155 তার পূর্বের ফিচার্সের এর ধারা বজায় রেখে বর্তমানে যে যে বৈশিষ্ট্যগুলি উপহার দিয়েছে তা হল এলিডি হেডল্যাম্প,এলইডি টেলল্যাম্প, ব্লুটুথ সংযোজিত এলসিডি কনসোল,বড় ২৪.৫ লিটারের বুট , একটি চার্জিং সকেট এবং এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ।

ভারতের বাজারে ইতিমধ্যেই Aerox স্বমহিমায় বিরাজমান এবং সম্প্রতি এর Moto GP সংস্করণটির লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। দিল্লির এক্স শোরুম প্রাইস হিসাবে Moto GP এর মূল্য ১.৪৩ লাখ টাকা, যেখানে স্ট্যান্ডার্ড মডেলটি আপনি ক্রয় করতে পারবেন ১.৪১ লাখ টাকায়।

Tags:    

Similar News