এ বছরে Yamaha-র প্রথম মডেল লঞ্চ, নতুন MT-15 বাজারে আসছে 13 ফেব্রুয়ারি
দীর্ঘদিন ধরেই ইয়ামাহা (Yamaha) ভারতে একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করতে পারে বলে জল্পনা দানা বেঁধেছিল। এবারে তা সত্যি হতে চলেছে। সংস্থাটি ১৩ জানুয়ারি এদেশের বাজারে MT-15 V2.0 নেকেড বাইকের নয়া সংস্করণ লঞ্চ করবে। ইয়ামাহার পাঠানো মিডিয়া ইনভাইট থেকে তেমনটাই ইঙ্গিত মিলেছে।
সূত্রের খবর, নতুন Yamaha MT-15 V2.0 ওবিডি ২ অর্থাৎ নতুন নির্গমন বিধি মেনে আসবে। যা এ বছর এপ্রিল থেকেই সমগ্র দেশে কার্যকর হতে চলেছে। নয়া বিধি মেনে ইয়ামাহা এদেশে তাদের প্রথম মডেলটি আনছে। নতুন মোটরসাইকেলটিতে শক্তি জোগাতে থাকছে একটি ১৫৫ সিসি ভিভিএ লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৮ এইচপি শক্তি এবং ১৪ এনএম টর্ক উৎপন্ন হবে। বাইকটির কার্ব ওয়েটে কোনো পরিবর্তন ঘটানো হবে না বলেই আশা করা হচ্ছে।
ইয়ামাহা তাদের এই আপডেটেড মডেলটির দাম ৩,০০০-৫,০০০ টাকা (এক্স-শোরুম) বাড়াতে পারে। MT-15 V2.0-এর বর্তমান বাজারমূল্য ১,৬৪,৪০০ টাকা (এক্স-শোরুম)। আবার সম্প্রতি MY2023 MT-15 V2.0-কে এদেশের রাস্তায় ট্রায়াল চলাকালীন দর্শন মিলেছে। যা বাইকটির লঞ্চের সম্ভাবনা জোরদার করেছে।
হার্ডওয়ার্ড এর মধ্যে বাইকটিতে রয়েছে আপসাইড ডাউন ফর্ক, রিয়ার মোনোশক সাসপেনশন এবং দু’চাকায় ডিস্ক ব্রেক। Yamaha MT-15 V2.0 একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে বলেই মনে করা হচ্ছে। কালার অপশনের মধ্যে উপলব্ধ থাকতে পারে – মেটালিক ব্ল্যাক, আইস ফ্লুও-ভার্মিলিয়ন, সিয়ান স্টর্ম, রেসিং ব্লু এবং মনস্টার এনার্জি ইয়ামাহা মটোজিপি এডিশন।