Mahindra Thar এর থেকেও কি সস্তায় লঞ্চ হবে Maruti Jimny? যা খবর সামনে আসছে

By :  techgup
Update: 2023-04-24 08:08 GMT

চলতি বছরে ভারতে লঞ্চ হতে চলা সবচেয়ে প্রত্যাশিপ গাড়িগুলির মধ্যে অন্যতম হল পাঁচ দরজা বিশিষ্ট মারুতি সুজুকি জিমনি (Maruti Suzuki Jimny)। এই লাইফস্টাইল এসইউভিটির আগামী মে মাসের শেষ সপ্তাহ থেকেই বিক্রি শুরু হবে বলে খবর। গুরুগ্রামে অবস্থিত মারুতি সুজুকির কারখানা থেকেই দেশীয় বাজারের পাশাপাশি বিদেশে এক্সপোর্ট হবে জিমনি। জানুয়ারিতে অনুষ্ঠিত অটো এক্সপো ইভেন্টে প্রদর্শনের পর থেকেই বুকিং চালু করে দিয়েছে মারুতি। এখনো পর্যন্ত ৩৫ হাজারের বেশি অগ্রিম বুকিং জমা পড়েছে জিমনির খাতায়। মারুতি সুজুকির প্রিমিয়াম ডিলারশিপ নেটওয়ার্ক নেক্সা (Nexa) এর মাধ্যমেই বিক্রি করা হবে এটি। এক নজরে মারুতি সুজুকির এই গাড়ির খুঁটিনাটি যাক।

ইঞ্জিন ও গিয়ার বক্স

ফোর হুইল ড্রাইভ প্রযুক্তির এই এসইউভি গাড়িটিতে চালিকা শক্তি যোগায় চার সিলিন্ডার যুক্ত ১.৫ লিটারের K15B ইঞ্জিন। আইডিয়াল স্টার্ট/স্টপ প্রযুক্তি সম্বলিত এই ইঞ্জিনটি ৬,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১০৩ পিএস শক্তি এবং ৪,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৩৪ এনএম টর্ক উৎপাদন করতে পারে। ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ারের পাশাপাশি ফোর স্পিড টর্ক কনভার্টেবল অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ রয়েছে এতে।

অফ-রোডে চলার ক্ষমতা

সুজুকির নিজস্ব অল গ্রিপ প্রো ৪×৪ প্রযুক্তির সাথে লো রেঞ্জ গিয়ার বক্স ব্যবহার হয়েছে এতে। এই গিয়ার বক্স এর মাধ্যমে 2WD হাই, 4WD লো এবং 4 WD হাই- এই তিন ধরনের রাইডিং মোড দেখতে পাওয়া যায়। নির্মাতার প্রকাশিত তথ্য অনুযায়ী পাঁচ দরজা বিশিষ্ট এই জিমনির অ্যাপ্রচ এঙ্গেল ৩৬⁰, ডিপারচার অ্যাঙ্গেল ৫০⁰ এবং ব্রেক ওভার অ্যাঙ্গেল ২৪°। ল্যাডার অন ফ্রেম চ্যাসিস এর উপর তৈরি মারুতি সুজুকি জিমনির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২১০ মিমি।

সাসপেনশনের দায়িত্ব সামলাবে তিন লিংক অ্যাক্সেল। এমনকি ব্রেক প্রযুক্ত হওয়ার সময় যাতে চাকা পিছলে না যায় সেই জন্য ইলেকট্রনিক ট্রাকশন কন্ট্রোল সিস্টেম উপলব্ধ রয়েছে। অফ রোডে চলার উপযুক্ত ১৫ ইঞ্চির অ্যালয় হুইল এর সঙ্গে ১৯৫/৮০ সেকশনের টায়ার ব্যবহৃত হয়েছে এতে।

ভ্যারিয়েন্ট ও ফিচার

জেটা এবং আলফা এই দুটি ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যাবে মারুতি সুজুকি জিমনি। বেস ভার্সনে ৭ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফোটেনমেন্ট সিস্টেম, স্মার্ট প্লে প্রো, ওয়ারলেস অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, চারটি স্পিকার সিস্টেম, রঙিন এমআইডি ডিসপ্লে, রিভার্স ক্যামেরা, পাওয়ার উইন্ডো, সিট বেল্ট ওয়ার্নিং, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, ছয়টি এয়ার ব্যাগ, আইসোফিক্স চাইল্ড সিট অ্যাংকর, ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল মিরর এবং স্টিল হুইল এই সমস্ত বৈশিষ্ট্য নজরে আসে।

অন্যদিকে এর প্রিমিয়াম আলফা ভার্সনে বেশ কিছু উন্নত এবং আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে। এর মধ্যে থাকা ইনফোটেনমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত টাচ স্ক্রিন খানিকটা বড়- নয় ইঞ্চির। সাথে স্মার্ট প্লে প্রো প্লাস, অ্যারকামিস সাউন্ড সিস্টেম, ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, চাবি ছাড়া স্টার্ট দেওয়ার ব্যবস্থা, হেডল্যাম্প ওয়াসার, এলইডি হেডল্যাম্প, ফগল্যাম্প, অটো হেডল্যাম্প, বডি কালারের হ্যান্ডেল এবং অ্যালয় হুইল দেওয়া হয়েছে।

পেইন্ট স্কিম এবং ডাইমেনশন

মারুতি সুজুকি জিমনি মোট সাতটি রঙে উপলব্ধ। এর মধ্যে পাঁচটি সিঙ্গেল টোন- নেক্সা ব্লু, সিজলিং রেড, ব্লুইস ব্ল্যাক, পার্ল আর্কটিক হোয়াইট এবং গ্রানাইট গ্রে। এছাড়াও রয়েছে দুইটি ডুয়েল টোন রং- সিজলিং রেড+ব্লুইস ব্ল্যাক এবং কাইনেটিক ইয়োলো+ব্লুইস ব্ল্যাক। মারুতির এই এসইউভি গাড়িটি লম্বায়, চওড়ায় এবং উচ্চতায় যথাক্রমে ৩৯৮৫ মিমি, ১৬৪৫ মিমি এবং ১৭২০ মিমি। হুইল বেসের দৈর্ঘ্য ২৫৯০ মিমি।

আনুমানিক মূল্য

পাঁচ দরজা যুক্ত জিমনির বেশ সংস্করণ অর্থাৎ জেটা ভ্যারিয়েন্টের দাম ১০ লাখ টাকার আশেপাশে হলেও এর টপ মডেলটি কিনতে খরচ হবে প্রায় ১৩ লাখ টাকা। অর্থাৎ টপ মডেলের ক্ষেত্রে থারের থেকে বেশ সস্তা হতে পারে এটি। আগামী মে মাসের শেষে আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করা হবে।

Tags:    

Similar News