ব্যাটারি ফুলে বিস্ফোরণ ঘটছে Apple Watch Series 6 স্মার্টওয়াচে, কোম্পানির বিরুদ্ধে মামলা

By :  techgup
Update: 2021-12-11 17:26 GMT

আবারো একবার আইনি জটিলতায় জড়িয়ে পড়ল প্রিমিয়াম ডিভাইস নির্মাতা Apple (অ্যাপল)। এবার Watch Series 6 (ওয়াচ সিরিজ ৬)-এর ডিজাইনের একটি ত্রুটির কারণে মার্কিন কোম্পানিটি মামলার জেরে পড়েছে। এক্ষেত্রে Apple-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, Watch Series 6-এর ডিজাইনে বিদ্যমান ত্রুটির কারণে এর ব্যাটারি ফুলে স্ক্রিন ভেঙে যাচ্ছে বা ঘড়ির থেকে ডিসপ্লে আলাদা হয়ে যাচ্ছে; এমনকি এই ধরণের ঘটনায় স্মার্টওয়াচের ধারালো প্রান্তগুলি বেরিয়ে আসছে বলে গ্রাহকদের বড় একটি অংশ দাবি করছে, যা থেকে ইউজারদের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Apple Watch Series 6-এর ইন্টারনাল ডিজাইন ইস্যু নিয়ে অভিযোগ

অ্যাপলের বিরুদ্ধে দায়ের হওয়া ক্লাস অ্যাকশন মামলায় বলা হয়েছে, সম্ভবত ডিজাইনের সমস্যা বা অন্যান্য কোনো কারণে স্মার্টওয়াচগুলির ব্যাটারি ফুলে যাচ্ছে, যাতে ডিসপ্লের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। স্পষ্টতই, যখন স্মার্টওয়াচের ডিসপ্লে ভেঙ্গে যায় বা বেরিয়ে আসে তখন এর ধারালো প্রান্তগুলি থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা থেকে যায়।

তবে নির্মাতা সংস্থার অস্বস্তির এখানেই শেষ নয়, কারণ ইতিমধ্যে অনেকের প্রিমিয়াম স্মার্টওয়াচে বিস্ফোরণ ঘটে ডিসপ্লে বেরিয়ে আসার কথা শোনা গিয়েছে। এর প্রেক্ষিতে গতপরশু অর্থাৎ বৃহস্পতিবার, অযৌক্তিকভাবে ডিসপ্লে ভাঙ্গার বিষয়টিকে কেন্দ্র করে গ্রাহকরা ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করেছেন।

প্রস্তাবিত ক্লাস-অ্যাকশন মামলাটি চারজন অ্যাপল ওয়াচ গ্রাহক কর্তৃক দায়ের করা হয়েছে। আর ওই আইনি অভিযোগের মধ্যে একজন গ্রাহকের হাতে ব্র্যান্ডের আধুনিক ঘড়ির স্ক্রিন ভেঙে গভীর ক্ষত হওয়ার একটি ফটো অন্তর্ভুক্ত করা হয়েছে।

Tags:    

Similar News