Yamaha, Honda-দের টেক্কা দিতে Aprilia সাশ্রয়ী মূল্যে 250cc স্পোর্টস বাইক আনছে

By :  techgup
Update: 2022-09-17 16:21 GMT

Aprilia মূলত হাই-পারফরম্যান্স স্পোর্টস বাইক তৈরির জন্য পরিচিত। তাদের হাত ধরে আসা বাজারে আসা প্রতিটি মডেলই রেসিংপ্রেমীদের মনের চিলেকোঠায় আলাদা জায়গা করে নিয়েছে। সেগুলির ডিজাইন যেমন দুর্ধর্ষ হয়, তেমনই কর্মক্ষমতা অত্যন্ত উচ্চ পর্যায়ের থাকে। তবে সমস্যা একটাই। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হয় বলে দাম ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তাই এবার সাশ্রয়ী মূল্যে নয়া মডেল নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে তারা।

২৫০ সিসি স্পোর্টস বাইক সেগমেন্টকে ফের একবার পাখির চোখ করছে এপ্রিলিয়া। বিভিন্ন মহল থেকে পাওয়া খবর বলছে, ব্র্যান্ডটি সম্পূর্ণ নতুন একটি ২৫০ সিসি প্যারালাল টুইন ইঞ্জিনের উপরে কাজ করছে। শোনা যাচ্ছে. আপকামিং ইঞ্জিনটির পেটেন্ট জমা দেওয়ার নথি থেকে ছবি ফাঁস হয়েছে। আর সেই সূত্রে নানা প্রতিবেদনে ওই নয়া ইঞ্জিন নিয়ে আলোচনা হয়েছে।

২৫০ সিসি প্যারালাল টুইন ইঞ্জিনটি যদিও এপ্রিলিয়া নিজে তৈরি করছে না। সেটির উন্নয়নে ব্যস্ত সংস্থাটির চাইনিজ পার্টনার Zongshen। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই সংস্থাটি চীনের বাজারে Aprilia RS125 এবং GPR250RR তৈরি করেছিল। যা সাশ্রয়ী মূল্যে আসার কারণে সে দেশে বিক্রিও মন্দ হয়নি।

Yamaha তাদের নতুন ইঞ্জিনের সাহায্যে Yamaha R25, Kawasaki Ninja 250, এবং Honda CBR250RR এর মতো জনপ্রিয় মডেলগুলিকে টেক্কা দিতে পারবে বলে মনে করা হচ্ছে। যদিও ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক সম্বন্ধীয় তথ্য এখনও সামনে আসেনি। চলতি বছর ইতালির মিলানে অনুষ্ঠিত হতে চলে EICMA ইভেন্টে এপ্রিলিয়ার কোয়ার্টার লিটার স্পোর্টস বাইকটি আত্মপ্রকাশ করবে বলেই ধারণা।

Tags:    

Similar News