Benelli ও ভারতে আসা নতুন ব্র্যান্ড Keeway-র বাইক ও স্কুটারের নতুন শোরুম উদ্বোধন হল এই শহরে
ইতালিয় বাইক নির্মাতা বেনেলি (Benelli) ও তার অভিভাবক সংস্থার ছত্রছায়ায় বেড়ে ওঠা কিওয়ে (Keeway) ভারতে তাদের ব্যবসা খুব দ্রুতগতিতে বিস্তার করে চলেছে। দেশের বড় বড় শহরগুলিতে গড়ে উঠছে তাদের একের পর এক বিপণি। এবার দিল্লিতে দুই সংস্থার যৌথ উদ্যোগে নতুন শোরুম উদ্বোধন হল। যার ঠিকানা ডব্লিউজে ৯১এ রাজা কলোনী, নতুন দিল্লি। দিল্লি এনসিআর অঞ্চলের গ্রাহকদের জন্য শোরুমটি টু-হুইলার বিক্রি এবং সার্ভিস ও যন্ত্রাংশ সংক্রান্ত সমস্ত ধরনের সুবিধা সরবরাহ করবে।
নতুন আউটলেটটি খোলার সাথে সাথেই দেশজুড়ে বেনেলি ও কিওয়ের টাচপয়েন্টের সংখ্যা দাঁড়াল ৫৪টি । এগুলিতে বেনেলির সুপারবাইকের পাশাপাশি কিওয়ের সমস্ত মডেল মিলবে। শোরুমগুলিতে সংস্থার বিভিন্ন ধরনের মার্চেন্ডাইজ এবং অ্যাক্সেসরিজ ডিসপ্লে করার সুবন্দোবস্ত থাকছে। এক কথায় বলতে গেলে আগ্রহী গ্রাহকগণ তাদের মোটরবাইক সংক্রান্ত সমস্ত ধরনের সুবিধা পাবেন এই একই ছাদের তলায়।
ভারতবর্ষের রাজধানী শহরে এই শোরুম উদ্বোধনের ফলে সেখানকার স্থানীয় বাসিন্দারা বেনেলি ও কিওয়ের বিপুল সংখ্যক মোটরসাইকেল ও স্কুটারের সম্ভার নিজের চোখে দেখে কিনতে পারবেন। এমনকি জনগণকে কোনরকম ঝঞ্ঝাট ছাড়াই আলাদা ধরনের কেনার অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর এই সংস্থা। উপরন্তু এই শোরুমের দায়িত্বে থাকা দক্ষ ব্যক্তিগণ সংস্থার বিশ্বমানের গাইডলাইন মেনে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত। আর সে কারণেই তারা সেলস, সার্ভিস এবং গ্রাহকগণের অভিজ্ঞতার ব্যাপারে সবচেয়ে উন্নত মানের পরিষেবা দিতে প্রস্তুত।
মাত্র কয়েক মাস আগে ভারতে আসা কিওয়ের হাতে রয়েছে এই মুহূর্তে দুটি প্রিমিয়াম স্কুটার ও চারটি বাইক। ২৭৮ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন সহ মিলবে এই স্কুটার দুটি। প্রথম মডেলটি Sixties 300i মধ্যে রয়েছে তিনটি আলাদা রঙের ভ্যারিয়েন্ট। এদের প্রাইস রেঞ্জ ২.৯৯ লাখ থেকে ৩.২০ লাখ পর্যন্ত। অন্যদিকে অন্য স্কুটারের মডেলটি হল Vieste 300। এটির ক্ষেত্রেও পাওয়া যাবে তিনটি আলাদা রঙের অপশন। রং অনুযায়ী দামগুলি ভিন্ন। এর রেঞ্জও আগের মডেলটির মতোই।
বাইকের মডেলগুলির মধ্যে রয়েছে K-Light 250V, V302C, K300N ও K300R। শেষের দুটি মডেল খুব সম্প্রতি আত্মপ্রকাশ করেছে। ২৫০ সিসির V-Twin ইঞ্জিন যুক্ত K-Light 250V পাওয়া যাবে তিনটি কালার অপশনে। দামে ২.৮৯ লাখ থেকে ৩.০৯ লাখ পর্যন্ত। এরপরই রয়েছে আকর্ষণীয় ববার (Bobber) স্টাইলের V302C। এই বাইকটিও তিনটি আলাদা রঙের কম্বিনেশনে পাওয়া যাবে। রং অনুসারে বেস মডেলের দাম ৩.৮৯ লাখ। আর টপ সংস্করণের মূল্য ৪.০৯ লাখ।
আর সদ্য লঞ্চ হওয়া K300N ও K300R বাইক দুটির ক্ষেত্রেও রয়েছে তিন ধরনের রংয়ের চমক। প্রথমটির ক্ষেত্রে ২৯২ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। দাম শুরু ২.৬৫ লাখ থেকে। সর্বোচ্চ দাম ২.৮৫ লাখ। অন্যদিকে K300R এর ক্ষেত্রেও বেস সংস্করণের দাম ২.৯৯ লাখ। আর টপ মডেলের মূল্য ৩.২০ লাখ। বেনেলির হাতেও রয়েছে একগুচ্ছ প্রিমিয়াম কোয়ালিটির মোটরবাইকের সম্ভার। একদম শুরুর দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত এগুলি হলো- Imperiale 400, TRK 251, Leoncino 500, TRK 502, TRK 502X, Benelli 502C।