Fujifilm Instax Mini 99: ছবি তুলে মুহুর্তে প্রিন্ট করা যাবে, কিনবেন নাকি নতুন এই ক্যামেরা
Fujifilm সম্প্রতি ভারতের বাজারে Instax Mini 99 নামের একটি নতুন ইনস্ট্যান্ট ক্যামেরা উন্মোচন করেছে। Instax-সিরিজের অধীনে আসা এই অ্যানালগ ইনস্ট্যান্ট ক্যামেরা দুর্দান্ত ফিজিক্যাল ইমেজ ক্যাপচার ও প্রিন্ট করতে সমর্থ। এদেশে এর দাম 21,000 টাকারও কম রাখা হয়েছে। বিশেষত্বের কথা বললে, এতে - ছয়টি স্বতন্ত্র মোড সহ একটি কালার ইফেক্ট ডায়াল, দুটি শুটিং মোড, স্পোর্টস মোড ইত্যাদি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বর্তমান। এছাড়া ক্যামেরাটিতে পূর্বসূরির ন্যায় সেলফ টাইমার ফিচারও সাপোর্ট করে।
প্রসঙ্গত নয়া প্রোডাক্টের লঞ্চ সম্পর্কে Fujifilm সংস্থার ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর কোজি ওয়াদা (Koji Wada) বলেছেন যে, “এই নতুন পণ্যটি আমাদের ব্যবহারকারীদের মুখে হাসি ফোটাতে এবং স্মৃতি ধরে রাখার কাজ অব্যাহত রাখবে। এর জন্য ব্যবহারকারীরা যে খুশি অনুভব করবেন তা দেখার জন্য আমরা উত্তেজিত৷ আমাদের টিমের অন্যতম উদ্দেশ্য হল - এই পণ্য যাতে বিশ্ববাসীর মধ্যে আরও আনন্দ ছড়িয়ে দিতে পারে।"
ভারতে Fujifilm Instax Mini 99 এর দাম ও লভ্যতা
ফুজিফিল্ম ইন্সট্যাক্স 99 ইনস্ট্যান্ট ক্যামেরার দাম এদেশে 20,999 টাকা রাখা হয়েছে। এটি আগামী 4ঠা এপ্রিল থেকে - Instax.com, ই-কমার্স সাইট অ্যামাজনে (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি একাধিক অফলাইন স্টোরের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ হবে।
Fujifilm Instax Mini 99 এর স্পেসিফিকেশন
Fujifilm Instax Mini 99 ইনস্ট্যান্ট ক্যামেরাতে একাধিক অনন্য বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন এতে ছয়টি স্বতন্ত্র মোড সহ একটি কালার ইফেক্ট ডায়াল আছে। এই মোডগুলি হল - ফেডেড গ্রিন, ওয়ার্ম টোন, লাইট ব্লু, সফট ম্যাজেন্টা, সেপিয়া এবং লাইট লিক। ডিভাইসটি পূর্বসূরির থেকে বেশ কয়েকটি ফিচার ধার করেছে। এক্ষেত্রে উন্নতমানের ছবি তোলার জন্য উক্ত ডিভাইসে - ল্যান্ডস্কেপ, ম্যাক্রো এবং ইনডোর মোড অন্তর্ভুক্ত থাকছে। আবার দ্রুত চলমান অবজেক্ট ক্যাপচার করার জন্য মিলবে স্পোর্টস মোড -এর সাপোর্ট। একই ভাবে গ্রুপ ছবি তোলার জন্য সেলফ টাইমার রয়েছে। এছাড়া ব্যবহারকারীরা - বাল্ব এবং ডাবল এক্সপোজার শুটিং মোড ব্যবহার করে আলো সামঞ্জস্য করতে পারবেন।
প্রসঙ্গত জানিয়ে রাখি, Instax Mini 99 ইনস্ট্যান্ট ক্যামেরার পাশাপাশি সংস্থাটি Photo Slide নামের একটি নতুন প্রিন্ট ফিল্মও লঞ্চ করেছে। এটি ফটোগ্রাফের ভিজ্যুয়াল আবেদন বাড়ানো এবং ক্যাপচার করা ছবিতে নান্দনিক মাত্রা যোগ করবে।