Garena Free Fire Redeem Codes for September 17 2022: ফ্রী ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

By :  techgup
Update: 2022-09-17 06:48 GMT

Garena Free Fire Today Redeem Codes 17 September: গ্যারেনা ফ্রী ফায়ার গেমটির জনপ্রিয়তার পেছনে রয়েছে এর সু কৌশল গেম প্লে, যা গেমারদের সবসময় গেমটির প্রতি ব্যস্ত রাখে। তাছাড়া এই অ্যাডভেঞ্চারাস রয়্যাল ব্যাটেল গেমের পটভূমি কোনো না কোনো গল্পের উপর নির্ভর করে তৈরি হয়। আর সেখানে থাকে বিভিন্ন ক্যারেক্টারের ব্যবহার। শুধু তাই নয়, গেমারদের এই ক্যারেক্টারদের সাজানোর ব্যবস্থাও করতে হয়। তার জন্য তাদের প্রয়োজন হয় বিভিন্ন ইনগেম আইটেমের। প্রতিদিনের ফ্রী রিডিম কোড বিনামূল্যে গেমারদের ইনগেম আইটেম অর্জনের সুযোগ করে দেয়। তাই আপনিও যদি Garena Free Fire খেলতে উৎসাহিত হন, তাহলে দেখে নিন আজকের ফ্রী রিডিম কোডগুলি।

Garena Free Fire redeem codes for 17 September, 2022 (গ্যারেনা ফ্রী ফায়ার রিডিম কোড ১৭ সেপ্টেম্বর ২০২২)

FU23 RFED FCUY

EG0T YHJL KHM7

8UOI J87D 6S5T

ARQD TERT GO87

65TS R4AQ ED12

34RI TG7C 6X5T

RASF ERTJ YKHI

8V76 S5TR 6EF4

R5B6 NY7U OJ9O

KAI7 Q65E 1S2C

3V4R 5JTK IG8V

7C6X STRF EDRV

T0YK HOI8 UHNZ

5A4E QDC2 VH3J

RTGI VUCD H678

Free Fire redeem codes for Today (আজকের ফ্রী ফায়ার রিডিম কোড)

FH34 UOFH I34G

RFY6 XY9I KF4M

HOVG 9C43 F7RX

GYE4 FD45 XMCI

KEFU HR1L FI3R

U8FH FRST XFKJ

UF8L OFHR 7GR2

EI4L 4H67 HG34

HTE8 UV3D GL79

E4JG SE3D ILLE

YH2I F4NQ M8C7

8KOI 24UH F4Y5

Free Fire redeem code for 17 September, 2022: How to redeem ( ফ্রী ফায়ার রিডিম কোড ১৭ সেপ্টেম্বর, ২০২২ কীভাবে রিডিম করবেন)

• প্রথমেই গ্যারেনার অফিশিয়াল ওয়েবসাইটে যান (https://reward.ff.garena.com/en)।

• এবার Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করুন ।

• উপরের একটি রিডিম কোড কপি করে সেটি টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।

• এরপর আপনার স্ক্রিনে পপ আপ আসবে চেক করার জন্য। এবার ‘Ok’ বাটনে ক্লিক করুন।

আপনার ফ্রী কোড রিডিম প্রক্রিয়াটি সম্পন্ন হল। এরপর ইনগেম মেইল সেকশনে রিওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। কোনও কারণে যদি কোড রিডিম না হয়, তাহলে গেরিনার তরফে একটি ইমেল পাঠিয়ে দেওয়া হবে। নচেৎ ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড পেয়ে যাবেন।

Tags:    

Similar News