বাইরে বার হয়ে দুশ্চিন্তার দিন শেষ, কাছাকাছি কোথায় EV চার্জি স্টেশন আছে জানাবে Google Maps
যত দিন যাচ্ছে পেট্রোল বা ডিজেল গাড়ির তুলনায় মানুষ আরো বেশি করে পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি বেছে নিচ্ছে। তবে কোথাও যাবার সময় মাঝপথে হঠাৎ যদি গাড়ির চার্জ শেষ হয়ে যায়, তাহলে ব্যবহারকারীকে চরম সমস্যায় পড়তে হয়। আর এমন সময়ে কাছাকাছি চার্জিং স্টেশন খুঁজে বের করাও কঠিন মনে হয়। তবে, এই কঠিন কাজ আরো সহজ করে তোলার জন্য Google Maps এমন একটি নতুন ফিচার নিয়ে আসছে, যার মাধ্যমে EV মালিকরা নিকটতম চার্জিং স্টেশন সহজেই খুঁজে পেতে পারবেন।
Google তাদের সাম্প্রতিক ব্লগ পোস্টে Google Maps এবং সার্চের জন্য নতুন বেশ কয়েকটি ফিচারের ঘোষণা করেছে, যা EV মালিকদের সমস্যা সমাধানের জন্য ডিজাইন করা হয়েছে।
EV গাড়ির জন্য নতুন ফিচার নিয়ে আসছে Google Maps
অপরিচিত এলাকায় বা মাল্টি লেভেল পার্কিং লটের মতো জটিল পরিবেশে গাড়ি চালকদের চার্জিং স্টেশন সনাক্ত করতে যথেষ্ট সমস্যায় পড়তে হয়। আর এই কারণেই গুগল ম্যাপস এবার এআই-এর মাধ্যমে ইভি চালকদের সঠিক লোকেশন দেখাবে।
এবার থেকে গুগল ম্যাপে সরাসরি কাছের চার্জিং স্টেশন দেখা যাবে। আর ইভি চালকদের জন্য ইন-কার নেভিগেশনের অভিজ্ঞতা বাড়িয়ে তোলা হবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের পোর্টের প্রাপ্যতা এবং চার্জিং স্পিডের রিয়েল টাইম ডেটা অফার করা হবে।
এছাড়াও google.com/travel-এ একটি নতুন ইভি ফিল্টারও চালু করা হয়েছে। যেটি ব্যবহারকারীদের অন-সাইট ইভি চার্জিং স্টেশনের সাথে সজ্জিত হোটেলগুলি অনুসন্ধান করার অনুমতি দেবে এবং রোড ট্রিপের সময় নিশ্চিন্তে এবং আরামে থাকার জন্য বিভিন্ন হোটেলের সাজেশনও দেবে।
গুগলের মতে, তাদের এই নতুন আপডেটের ফলে ইভি চালকদের চার্জিং স্টেশন খুঁজে পাওয়া আরো সহজ হয়ে যাবে। পাশাপাশি, রোড ট্রিপ-এর পরিকল্পনা করা এবং চার্জিং স্টেশন সম্পর্কে উপযুক্ত তথ্য পাওয়া আরও সহজ হয়ে যাবে।