Aadhaar: আপনার আধার কার্ড কি দশক পুরনো? সরকারের এই নির্দেশ না মানলে পস্তাবেন
আজকের দিনে ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। পরিচয়পত্র হিসেবে তো বটেই, তাছাড়াও সরকারি-বেসরকারি এবং অন্যান্য সাধারণ কাজে এটির প্রয়োজন হয়। এই মুহূর্তে দেশের প্রচুর মানুষের কাছে আগে থেকেই তাদের বায়োমেট্রিক তথ্য এবং অন্যান্য বিশদ সম্বলিত আধার কার্ড রয়েছে; অন্যদিকে অনেকে এখনও নতুন করে কার্ড বানানোর প্রক্রিয়ার সাথে যুক্ত। সেক্ষেত্রে যদি আপনার আধার পুরনো হয়ে
গিয়ে থাকে, তাহলে সাবধান! ভাবছেন কেন? আসলে ব্যাপারটা হচ্ছে যে, কেন্দ্র সরকার, ১০ বছর পুরনো আধার কার্ডগুলির জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা না মানলে আপনাকে ক্ষতির মুখে পড়তে হতে পারে। আসুন, গোটা বিষয়টি ভালো করে জেনে নিই।
১০ বছরের পুরনো Aadhaar Card আর চলবেনা
আধার কার্ড ইস্যু শুরু হয়েছিল প্রায় ১৩ বছর আগে, ২০১০ সালের ২৯শে সেপ্টেম্বর তারিখে। সেই হিসাবে এখন সরকার ১০ বছরের পুরনো সমস্ত আধার কার্ড আপডেট করার নির্দেশ দিয়েছে বা বাধ্যতামূলক করেছে। তাই আপনি যদি আধার ইস্যুর গোড়ার দিকে কার্ড বানিয়ে থাকেন, সোজা কথায় বললে আপনার আধার কার্ডের বয়েস যদি ১০ বছর পুরনো হয় তাহলে আপনাকে পরিচয়পত্র এবং ঠিকানার বিবরণ আপডেট করতে হবে।
এই আপডেটটি এক ধরনের যাচাইকরণ প্রক্রিয়া যাতে আপনার বা আপনাদের আধার কার্ডের সত্যতা জোরদার হবে। এমন পরিস্থিতিতে সময়ে সময়ে আধারের ডেটা আপডেট না করলে প্রতারণার মত নানা অযাচিত ঘটনার শিকার হতে পারেন।
কীভাবে পুরনো Aadhaar Card আপডেট করবেন
আপনি চাইলে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আপনার পুরনো আধার কার্ডে মোবাইল নম্বর, নাম এবং ঠিকানা আপডেট করতে পারবেন। এর জন্য ২৫ থেকে ৫০ টাকা চার্জ লাগবে। এক্ষেত্রে অনলাইন আপডেটের জন্য
- প্রথমে 'মাই আধার' (My Aadhaar) ওয়েবসাইটে যান।
- এরপর ঠিকানা আপডেট করে বিস্তারিত লিখতে হবে।
পরবর্তী ধাপে ঠিকানা আপডেটের জন্য নথি জমা দিয়ে, প্রয়োজনীয় চার্জ পেমেন্ট করে ফাইনাল সাবমিশন করতে হবে।