Aadhaar-PAN Link: আধার-প্যান লিঙ্ক করা যাবে ৩১ জুন পর্যন্ত, এই ব্যাঙ্কগুলির সাহায্য নিন

Update: 2023-06-17 05:03 GMT

আধার কার্ড (Aadhaar Card)-এর সাথে প্যান কার্ড (PAN Card) লিঙ্ক করার বিষয়টি বাধ্যতামূলক করেছে কেন্দ্র। আগে সাধারণ মানুষকে এই কাজ শেষ করার জন্য সময় দেওয়া হয়েছিল ৩১শে মার্চ, ২০২২ পর্যন্ত। তবে পরে এই সময়সীমা বাড়িয়ে এই বছরের ৩১শে মার্চ অবধি ডেডলাইন নির্ধারিত করা হয়। পাশাপাশি জরিমানা স্বরুপ ১,০০০ টাকা নেওয়া হয়। এরপরও আপনি যদি কোনো কারণে উল্লেখিত তারিখে মধ্যে Aadhaar-PAN Link না করে থাকেন, তাহলে চিন্তা করবেন না। কারণ এই গুরুত্বপূর্ণ কাজটির জন্য সরকারের তরফে ৩০শে জুন, ২০২৩ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে হাতে থাকা এই সপ্তাহ দুয়েক সময় কাজে লাগিয়ে আপনাকে আধারের সাথে প্যান লিঙ্ক করতেই হবে, নাহলে ভবিষ্যতে আপনি নানাবিধ অসুবিধার মুখে পড়বেন। এখন, এই প্রতিবেদনে আমরা Aadhaar-PAN Link এর পদ্ধতি এবং এর ফি বাবদ হাজার টাকা পেমেন্টের উপায় শেয়ার করব।

Aadhaar-PAN Link এর জন্য এইসব ব্যাঙ্ক থেকে পেমেন্ট করা যাবে

১. অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank),

২. ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Bank of India),

৩. ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র (Bank of Maharashtra),

৪. কানারা ব্যাঙ্ক (Canara Bank),

৫. সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India),

৬. সিটি ইউনিয়ন ব্যাঙ্ক (City Union Bank),

৭. ফেডারেল ব্যাঙ্ক (Federal Bank),

৮. আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank),

৯. আইডিবিআই ব্যাঙ্ক (IDBI Bank),

১০. ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank),

১১. ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank),

১২. ইন্ডাসইন্ড ব্যাঙ্ক (IndusInd Bank),

১৩. জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক (Jammu & Kashmir Bank),

১৪. করুর ভ্যাস্যা ব্যাঙ্ক (Karur Vysya Bank),

১৫. কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক (Kotak Mahindra Bank),

১৬. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank),

১৭. ইউকো ব্যাঙ্ক (UCO Bank),

১৮. ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank of India)।

Aadhaar-PAN লিঙ্কের উপায়

১. আপনার যদি উপরে উল্লিখিত ব্যাঙ্কগুলিতে অ্যাকাউন্ট থাকে, তাহলে আধার-প্যান লিঙ্ক করার জন্য https://eportal.incometax.gov.in/ ওয়েবসাইটে যান এবং 'কুইক লিঙ্কস' (Quick Links) সেকশন 'লিঙ্ক আধার' (Link Aadhaar) অপশনটি বেছে নিন।

২. প্যান, আধার নম্বর লিখুন এবং ক্লিক করুন 'ভ্যালিডেট' (Validate) বাটনে।

৩. প্রাপ্ত ওটিপি ব্যবহার করে ভেরিফিকেশন করুন এবং ইনকাম ট্যাক্স টাইটেলের 'প্রোসিড' (Proceed)-এ ক্লিক করুন।

৪. পরবর্তী ধাপে অর্থবর্ষ (২০২৩-২৪ সিলেক্ট করতে হবে) বেছে নিন এবং পেমেন্টের টাইপ 'আদার্স' (Others) সিলেক্ট করে এগিয়ে যান।

৫. এখানে ১,০০০ টাকা ফি-এর বিষয়টি স্ক্রিনে উপলব্ধ হলে পর আবার 'কন্টিনিউ' (Continue) অপশনে ক্লিক করুন।

৬. পেমেন্টের মোড নির্বাচন করে প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

প্রসঙ্গত উল্লেখ্য, উল্লিখিত ব্যাঙ্কগুলিতে আপনার অ্যাকাউন্ট না থাকলেও তেমন চিন্তার কিছু নেই। এক্ষেত্রে আপনাকে যে পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে, তা হল –

১. আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইট খুলুন।

২. ওয়েবসাইট থেকে ই-পে (e-Pay) ট্যাক্স পেজে নেভিগেট করুন।

৩. 'ক্লিক হেয়ার টু গো অন এনএসডিএল (প্রোটিন) ট্যাক্স পেমেন্ট পেজ ফর আদার্স ব্যাঙ্কস' (Click here to go to NSDL (Protean) tax payment page for other banks) সেকশনটি সিলেক্ট করুন এবং 'প্রোটিন (এনএসডিএল)' পোর্টালে যান এরপর 'চালান নম্বর/আইটিএনএস ২৮০' (Challan No/ITNS 280) সিলেক্ট করে 'প্রোসিড' অপশন বেছে নিন।

৪. 'ট্যাক্স অ্যাপ্লিকেবল (মেজর হেড)' (Tax Applicable (Major Head) অপশনের অধীনে (০০২১) ইনকাম ট্যাক্স (কোম্পানি ব্যতীত)' ((0021) Income Tax (Other than Companies) অপশন বেছে নিন।

৫. পেমেন্টের টাইপ, অর্থবর্ষ ইত্যাদি তথ্য বেছে নিন এবং লিঙ্কিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

Tags:    

Similar News