Aadhaar Card Update: 1 টাকাও খরচ না করে ভোটের মধ্যে এভাবে আপডেট করে নিন নিজের আধার
আজকালকার সময়ে আধার কার্ড (Aadhaar Card), ভারতীয় নাগরিকদের জন্য যে মূল্যবান ডকুমেন্ট তাতে কোনো সন্দেহ নেই। কেননা কেন্দ্র সরকারের ইস্যু করা এই নথিটি সিম কার্ড কেনা থেকে শুরু করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে এবং প্রয়োজনে কাজে আসে। কিন্তু এই একই কারণে নিজের আধারের খেয়াল রাখাটাও ভীষণ দরকার। বিশেষত সময়ে সময়ে আমাদের জীবনে যে পরিবর্তন আসে, সেই অনুযায়ী আধার আপডেট না করে রাখলে মুশকিল হয়ে হতে পারে। সেক্ষেত্রে আধার কর্তৃপক্ষ তথা UIDAI, আধার হোল্ডারদের যত তাড়াতাড়ি সম্ভব এই আপডেটের কাজ সেরে ফেলতে বলেছে।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র নির্দেশ অনুযায়ী, নাগরিকদের আধার কার্ড 10 বছর পুরনো হলে তা অবিলম্বে আপডেট করতে হবে। আর, এই মুহূর্তে এই সুবিধা বিনামূল্যে কাজে যাবে। আসলে কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগেই আধার আপডেটের কথা বলেছিল। এক্ষেত্রে ফ্রি-তে আধার আপডেটের জন্য প্রথমে সময় ধার্য করা হয়েছিল 14 মার্চ অবধি। কিন্তু পরে তা বাড়িয়ে 14 জুন, 2024 পর্যন্ত তারিখের ডেডলাইন দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে আধার আপডেট না করলে পরে এই কাজের জন্য টাকা লাগবে, আবার নানা সরকারি যোজনার সুবিধা পেতে অসুবিধাও হতে পারে।
কীভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন? (How to update Aadhaar for free)
১. আপনার আধার কার্ডের বয়েস 10 বছর পুরনো হলে, সেটি ফ্রি-তে আপডেট করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এর জন্য প্রথমে uidai.gov.in/en/my-aadhaar/update-aadhaar পোর্টালে যান।
২. ওয়েবসাইটের হোম পেজে 'মাই আধার' (My Aadhaar) সেকশন দেখতে পেলে সেখানে 'ডকুমেন্ট আপডেট'-এর আপডেটের অপশন ট্যাপ করুন।
৩. এরপর আধার কার্ড নম্বর এবং ক্যাপচা এন্টার করে রেজিস্টার্ড নম্বরের মাধ্যমে ওটিপি (OTP) জেনারেট করুন এবং পরবর্তী ধাপে যান।
৪. সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করার অপশন প্রদর্শিত হলে, সেখানে প্রয়োজনমতো ডকুমেন্ট আপলোড করুন।
৫. পরের পেজ সামনে এলে যাবতীয় ডিটেইলস রিভিউ করে অ্যাপ্লিকেশন সাবমিট করুন।
মনে রাখবেন, আধার আপডেটের আবেদন জমা হলে একটি এসআরএন (SRN) আপনার মেইলে আসবে, যা দিয়ে আপনি নিজের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ট্র্যাক করতে সক্ষম হবেন। এক্ষেত্রে আধার কার্ড আপডেট হতে কমপক্ষে 7 দিন সময় লাগবে।
আইডি প্রুফ হিসেবে আপনি এই ডকুমেন্টগুলি আপলোড করতে পারেন
- পাসপোর্ট,
- ড্রাইভিং লাইসেন্স,
- প্যান কার্ড,
- ভোটার আইডি কার্ড,
- ডোমিসাইল সার্টিফিকেট/রেসিডেন্স সার্টিফিকেট/লেবেল কার্ড/জন আধার,
- মার্কশিট,
- ম্যারেজ-শিট,
- রেশন কার্ড।
অ্যাড্রেস প্রুফ হিসেবে এই ডকুমেন্টগুলি কাজে আসবে
- গত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট,
- সর্বোচ্চ তিন মাস পুরোনো বিদ্যুৎ ও গ্যাস কানেকশনের বিল,
- পাসপোর্ট,
- ম্যারেজ সার্টিফিকেট,
- রেশন কার্ড,
- সরকার কর্তৃক জারি কোনো নথি (যেমন ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট, লেবেল কার্ড, জন আধার ইত্যাদি)।