ASIGMA: হোয়াটসঅ্যাপের মতো নিরাপদ চ্যাটিং অ্যাপ আনছে ইন্ডিয়ান আর্মি

By :  techgup
Update: 2021-12-24 17:56 GMT

এবার, ভারতীয় সেনাবিভাগেও আসতে চলেছে হোয়াটসঅ্যাপের মতো একটি নিজস্ব মেসেজিং অ্যাপ। সম্প্রতি, ভারতীয় সেনাবাহিনীর তরফে, ASIGMA (Army Secure IndiGeneous Messaging Application) নামের একটি ইন-হাউস মেসেজিং অ্যাপ চালু করার কথা ঘোষণা করা হয়েছে, যা অত্যাধুনিক, ওয়েব-ভিত্তিক অ্যাপ্লিকেশন হিসাবে আত্মপ্রকাশ করবে। এটি তৈরি করেছেন সেনাবাহিনীর কর্পস অফ সিগন্যালের অফিসারদের একটি দল। PIB (Press Information Bureau) এর তরফে একটি পোস্ট মারফত জানানো হয়, Army Wide Area Network (AWAN) মেসেজিং পরিষেবা যা বিগত ২৫ বছর ধরে সক্রিয় রয়েছে, মূলত তারই একটি প্রতিস্থাপন হিসাবে এই নতুন অত্যাধুনিক অ্যাপটি সেনাবাহিনীর অভ্যন্তরীণ নেটওয়ার্কে কাজ করবে। তবে, এই অ্যাপটি যে মার্কেটের মূলধারার অ্যাপ স্টোরগুলিতে এখনই পাওয়া যাবে না, তাও স্পষ্ট বলা হয়েছে।

উল্লেখ্য, ASIGMA অ্যাপটি হোয়াটসঅ্যাপ এবং সিগন্যালের মতো বাহ্যিক সার্ভারের উপর নির্ভর না করে, অভ্যন্তরীণ ব্যবহারের জন্য আরও বেশী নিরাপদ মেসেজিং নেটওয়ার্ক অফার করবে বলেই আশা করা হচ্ছে।

পাশাপাশি, এটি একটি সহজ ইউজার ইন্টারফেসের সাথে সমস্ত "ভবিষ্যত ব্যবহারকারীর প্রয়োজনীয়তা" পূরণ করবে বলেও দাবি করা হচ্ছে। সম্ভবত, এই বিশেষ অ্যাপটি বিভিন্ন প্রাথমিক বিষয় যেমন গ্রুপ চ্যাট, ভিডিও এবং ছবি শেয়ারিং, ভয়েস নোট ছাড়াও আরও অনেক বিশেষ ফিচার অফার করতে চলেছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, অ্যাপটিতে [ ASIGMA] বহু-স্তরীয় নিরাপত্তা, মেসেজ প্রায়োরিটি, ট্র্যাকিং, ডায়নামিক গ্লোবাল অ্যাড্রেস বুক, এবং সেনাবাহিনীর প্রয়োজনীয়তা মেটাতে সহায়ক নানাবিধ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।

এছাড়াও, উক্ত মেসেজিং অ্যাপ্লিকেশনটি সেনাবাহিনীর রিয়েল-টাইম ডেটা স্থানান্তর এবং মেসেজিং প্রয়োজনীয়তাও পূরণ করবে, বিশেষ করে বর্তমান ভূ-রাজনৈতিক-নিরাপত্তা পরিবেশের পরিপ্রেক্ষিতে। শুধু তাই নয়, এটি ভারত সরকারের 'মেক ইন ইন্ডিয়া' উদ্যোগের সাথেও যথেষ্ট সঙ্গতিপূর্ণ হবে বলে জানা গিয়েছে।

সর্বোপরি, ভারতীয় সেনাবাহিনীর, ডিজিটাল মাধ্যমে কাগজবিহীন কার্য সম্পাদনের পরিকল্পনাটিকেই, সম্ভবত, আরও এগিয়ে নিয়ে যাবে এই ASIGMA নামের নতুন অ্যাপ্লিকেশনটি।

Tags:    

Similar News