১০ হাজার টাকার কমে Infinix Hot 12i শীঘ্রই বাজারে আসছে, ফাঁস ছবি সহ ফিচার

Update: 2022-03-30 17:18 GMT

স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স (Infinix) তাদের হট সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টফোনগুলির ওপর থেকে পর্দা সরানোর জন্য প্রায় প্রস্তুত। এই লাইনআপের অধীনে Infinix Hot 12, Hot 12i এবং Hot 12 Play- এই তিনটি মডেল বাজারে আত্মপ্রকাশ করবে বলে জানা গেছে, যা অনেকটা গত বছরের লাইনআপের মতো। এই তিনটি আপকামিং হ্যান্ডসেটের লঞ্চের তারিখটি এখনও সংস্থার তরফে নিশ্চিত করা হয়নি, তবে লঞ্চের আগেই এই আসন্ন ফোনগুলির মধ্যে Infinix Hot 12i মডেলটির লাইভ ইমেজ প্রকাশ্যে এসেছে, যা থেকে এই ইনফিনিক্স ফোনটির ডিজাইন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। আর শুধু তাই নয় ইমেজগুলির সাথে এই নতুন হ্যান্ডসেটের স্পেসিফিকেশনগুলিও ফাঁস হয়েছে। আসুন আপকামিং Infinix Hot 12i- এর ডিজাইন ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Infinix Hot 12i- এর লাইভ ইমেজ ও স্পেসিফিকেশন

টেক সাইট প্যাশনেট গিকজ (Passionate Geekz)- এর একটি নতুন রিপোর্ট থেকে ইনফিনিক্স হট ১২আই-এর লাইভ ইমেজ ও স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। রিপোর্ট অনুযায়ী, এই হ্যান্ডসেটটি ৭২০ ×১,৬১২ রেজোলিউশন সহ ৬.৬ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে সহ আসবে। আসন্ন ডিভাইসটি মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট দ্বারা চালিত হবে এবং এতে সর্বাধিক ৪ জিবি (২+২ জিবি ভার্চুয়্যাল) র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স হট ১২আই-এর ব্যাক প্যানেলে ডুয়েল ফ্ল্যাশ লাইটের সাথে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি, ২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট দেখতে পাওয়া যাবে। ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে, যার সাথে একটি ফ্ল্যাশও থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Infinix Hot 12i- এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, তবে এর চার্জিং স্পিড সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এই ডিভাইসটির অনবোর্ড সেন্সরগুলির মধ্যে রয়েছে, একটি জি-সেন্সর, একটি প্রক্সিমিটি সেন্সর, একটি এল-সেন্সর এবং রিয়ার প্যানেলে নিরাপত্তার জন্য উপস্থিত থাকবে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Infinix Hot 12i- এর নীচের অংশে একটি হেডফোন জ্যাক এবং একটি ইউএসবি-সি পোর্ট মিলবে৷ এটি অ্যান্ড্রয়েড ১১- এর গো এডিশনে রান করবে। ফাঁস হওয়া ছবি এবং স্পেসিফিকেশনগুলি দেখে মনে করা হচ্ছে, Infinix Hot 12i একটি এন্ট্রি-লেভেল ডিভাইস হবে এবং ভারতীয় বাজারের এই ফোনটি প্রায় ১০,০০০ টাকা কিংবা কম দামেও লঞ্চ হতে পারে।

Tags:    

Similar News