iPhone 14 লঞ্চের আগে iPhone 13 Mini, iPhone XR অনেক সস্তায় বাড়ি নিয়ে আসুন, অফার দেখে নিন
Apple মুখে কুলুপ এঁটে রাখলেও, টিপস্টাররা ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যভাগে লঞ্চ হতে চলেছে iPhone 14 সিরিজ। ফলে ২ মাস পর এই 'নেক্সট জেনারেশন' আইফোন লাইনআপের হ্যান্ডসেট গুলিকে হাতে নেওয়ার জন্য রীতিমতো উন্মুখ হয়ে আছে অ্যাপল প্রোডাক্ট প্রেমীরা। তবে আপনারা যারা বাজেটের অভাবে নতুন আইফোন কীভাবে কিনবেন ভাবছেন, তাদের জন্য আরেকটি বিকল্প আছে। উত্তরসূরির আগমনের আগেই পূর্বসূরি আইফোন সিরিজের 'মিনি' মডেল অর্থাৎ iPhone 13 Mini -এর সাথে একাধিক ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ভারী এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ফলে, যাবতীয় অফারের লাভ ওঠাতে পারলে উক্ত ফোনকে ৪৯,০০০ টাকারও কমে পকেটস্থ করে নেওয়া যাবে। তবে আগেই বলে দিই, iPhone 13 Mini ফোনের সাথে উপলব্ধ এই বিশেষ ডিল Apple নয়, বরং সংস্থার কিছু প্রিমিয়াম রিসেলাররা অফার করছে। তাই আপনারা যারা আলোচ্য ডিলের লাভ উঠিয়ে iPhone 13 Mini কিনতে চান তারা আমাদের প্রতিবেদন থেকে এই সম্পর্কিত বিশদ দেখে নিতে পারেন।
Apple iPhone 13 mini দাম ও অফার
ভারতে আইফোন ১৩ মিনি ফোনের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা রাখা হয়েছে। তবে সংস্থাটির কিছু প্রিমিয়াম রিসেলার বর্তমানে উক্ত মডেলের সাথে বেশ কয়েকটি আকর্ষণীয় অফার উপলব্ধ করেছে। যেমন, HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৪,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে। যারপর ফোনটির দাম কমে হয়ে যাবে ৬৫,৯০০ টাকা। আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে এই আইফোনটি কিনলে ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও মিলবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে, গ্রাহকেরা মাত্র ৪৮,৯০০ টাকার বিনিময়ে আইফোন ১৩ মিনি পকেটস্থ করে নিতে পারবেন।
প্রসঙ্গত, আইফোন ১৩ সিরিজের মিনি মডেলের পাশাপাশি iPhone XR ভ্যারিয়েন্টের সাথেও ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
Apple iPhone 13 mini স্পেসিফিকেশন
আইফোন ১৩ মিনি একটি ৫.৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে সহযোগে এসেছে। এতে OLED প্যানেল ব্যবহার করা হয়েছে। উক্ত ফোনটি অ্যাপলের অত্যাধুনিক এ১৫ বায়োনিক প্রসেসর দ্বারা পরিচালিত। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আইওএস ১৫ (iOS 15) ভার্সন পাওয়া যাবে। যদিও পরিবর্তী সময়ে আইওএস ১৫.৫ বা ১৬ ভার্সন পর্যন্ত ওএস আপগ্রেড করা যাবে। এতে ৪ জিবি র্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ উপলব্ধ।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই মিনি মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) টেকনোলজি ও এফ/১.৬ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ওয়াইড সেন্সর এবং ১২০॰ ফিল্ড অফ ভিউ ও এফ/২.৪ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে এফ/২.২ অ্যাপারচার সমেত একটি ১২ মেগাপিক্সেল ট্রুডেপ্থ ফ্রন্ট-ফেসিং ক্যামেরা ডেপ্থ হয়েছে। পাওয়ার ব্যাকআপের কথা বললে আইফোন ১৩ মিনি মডেলে একটি ২,৪৩৮ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুযায়ী, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করবে এবং একক চার্জে সতেরো ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক অফার করবে।